ডা.মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক পুরস্কার পেলেন পুতুল

0
286

সায়মা ওয়াজেদ পুতুল

চলতি বছর ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বিডিএ) সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ ও সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ পুতুল।শনিবার রাজধানীর শাহবাগস্থ বারডেম হাসপাতাল মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

মুক্তিযোদ্ধা ডা. সি এম দিলওয়ার রানার সভাপতিত্বে অন্যানের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য-উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাঈদ উদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডা. এ আর খান ও বারডেম হাসপাতালের মহা-পরিচালক অধ্যাপক নাজমা আরা এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

দেশে ডায়াবেটিস প্রতিরোধে অনন্য ভূমিকা পালনের জন্য ডা. এ কে আজাদকে এবং দেশে-বিদেশে অটিজম ও প্রতিবন্ধীদের জন্য কাজ করায় সায়মা ওয়াজেদ পুতুলকে এ পুরস্কারে ভূষিত করা হয় বলে এক বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here