সব সংকট নিরসনে সর্বোচ্চ সহযোগিতা করবে ভারত

0
202

হর্ষবর্ধনশুধু জঙ্গিবাদ নয়, সব সংকট নিরসনে ভারত বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর ফার্মগেটের একটি জাতীয় দৈনিকের কনভেনশন সেন্টারে ‘তৃতীয় ভারতীয় শিক্ষা মেলা-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ-ভারত একে অপরের প্রতিবেশী দেশ। আজকে বাংলাদেশের যে সমস্যা, আগামীকাল ভরতের সেই সমস্যা হতে পারে। সুতরাং, সব সংকট মোকাবলায় আমরা একসঙ্গে কাজ করবো।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ জুলাই) দিল্লিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। সেখানে গুলশানের হোটেল আর্টিজান ও শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গি হামলার বিষয়টি গুরুত্ব পায়। সেই প্রসঙ্গ টেনে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, যদিও এটা বার্ষিক একটা বৈঠক ছিলো। তারপরও বর্তমান পরিস্থিতিতে এটা অনেক গুরুত্ববহন করে। দুই দেশের মধ্যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও জঙ্গিবাদ দমনে ইতিবাচক আলোচনা হয়েছে।

ভারতীয় হাইকমিশনারের সহযোগিতায় ‘তৃতীয় ভারতীয় শিক্ষা মেলা’র আয়োজনকারী প্রতিষ্ঠান ইভেন্ট ম্যানেজমেন্ট ও শিক্ষা উন্নয়ন সংস্থা সেপ (এসএপিই) এবং মিডিয়া প্রাইভেট লিমিটেড। ২৯ ও ৩০ জুলাই ঢাকায় এবং আগামী ১ ও ২ আগস্ট চট্টগ্রামে মেলা এই মেলা চলবে। বাংলাদেশ, ভারত ছাড়াও ভুটান, নেপাল, মায়ানমার, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় এই শিক্ষা মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের দোর গোড়ায় শিক্ষা সংক্রান্ত সুযোগ পৌঁছে দেওয়াই এই মেলার লক্ষ্য।

শিক্ষাখাতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা তুলে ধরে হাইকমিশনার বলেন, এই মেলা ভারতে শিক্ষার সম্ভাব্যতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে। উচ্চমানের শিক্ষার সুযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের তরুণদের একে অপরের কাছাকাছি আসার একটি মঞ্চ হিসেবে কাজ করবে। এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং সাফল্য কামনা করে তিনি বলেন, আমাদের সবাইকে মনে রাখতে হবে দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা ও কাছাকাছি থাকার অন্যতম মাধ্যম হলো শিক্ষা। শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি, আবাসান, টিউশন ফি ও খাদ্যের ক্ষেত্রেও সর্বাত্বক সহযোগিতা করবে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here