টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে কুড়িগ্রাম, গাইবান্দা, জামালপুর, লালমনিরহাট ও নীলফামারীতে নদনদীর পানির বৃদ্ধি অব্যাহত রয়েছে । স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদ সীমার ১২১ সেঃ মিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।শুক্রবার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় (স্বাভাবিক প্রবাহ ১৩ দশমিক ৫২ সেন্টিমিটার)।এদিকে, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।অন্যদিকে, ধরলার পানি সেতু পয়েন্টের সামন্য কমে বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বেড়েছে তিস্তা ,দুধকুমারসহ অন্যান্য নদ-নদীর পানিও। এসব জায়গায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নতুন করে করে তলিয়ে গেছে বিস্তিীর্ণ এলাকা ।পানি বন্দি হয়ে পড়েছে কয়েকলাখ মানুষ। বানবাসী অনেকেই অপোকৃত উচু বাধঁ সড়ক ও বিভিন্ন শিা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। সরকারি ত্রাণ বিতরণ হলে প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে অভিযোগ করেছেন দূর্গত এলঅকার মানুষ।
আগামী ২৪ঘন্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদী সংলগ্ন গাইবান্ধা, জামালপুর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলাসমূহের নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে।আগামী ৪৮ ঘন্টায় গঙ্গা-পদ্মা নদী সংলগ্ন রাজবাড়ি, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলাসমূহের নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকতে পারে।আগামী ২৪ ঘন্টায় ধরলা নদী সংলগ্ন কুড়িগ্রাম জেলার নি¤œাঞ্চলে ও সুরমা নদী সংলগ্ন সুনামগঞ্জ জেলার নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।ঢাকার আশপাশের বুড়িগঙ্গা, বালু ও শীতলক্ষ্যা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।পানি উন্নয়ন বোর্ডের ৯০টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৫৪টি স্থানে পানি বৃদ্ধি ও ৩২ স্টেশনে পানি হ্রাস পেয়েছে। ২টি স্থানের তথ্য পাওয়া যায়নি। ২টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। ১৯টি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল রয়েছে। যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে।আগামী ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস শুরু হতে পারে। যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতলের বৃদ্ধি আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতলের হ্রাস আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
জামালপুর : জামালপুরে যমুনা ও ব্রক্ষ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত।গত ২৯জুলাই সকাল ৮টায় পর্যন্ত যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদ সীমার ১২১ সেঃ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর-দেওয়ানগঞ্জ এবং ইসলামপুর-দুরমুঠ রেলওয়ে ষ্ট্রেশনের মাঝে রেল লাইন বন্যার পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কে বেশ ক’স্থানে পানি উঠছে। যে কোন মুহুর্তে ট্রেন ও সড়ক পথের চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এদিকে জেলার ৬৮ইউনিয়নের মধ্যে এ যাবত প্রায় ৩৬টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়ছে। ত্রানের জন্য চলছে বন্যাত্বদের সর্বত্রই হাহাকার।প্রতিটি বাড়িতে অথৈই পানি। অসংখ্য পুকুর ডুবে মাছ বেরিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে মৎস চাষী। অনেকের গোলায় ধান-চাল থাকা সত্ত্বেও রান্না করার সুযোগ নেই,খেতে পারচ্ছে না। না খেয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে তাদের। তাই তাদের শুকনো খাবার ও বিশুদ্ধ পানির প্রয়োজন। কোন লোকজন দেথলে অসহায় অভাবী মানুষরা ত্রানের জন্য ছুটে এসে বলে আমাকে ত্রান দাও। রান্না-বান্না করার সুযোগ নেই, দুদিন ধরে না খেয়ে আছি। বর্তমানে বন্যার্তদের মাঝে চলছে ত্রানের জন্য হাহাকার। এদিকে ৭টি উপজেলা বন্যা কবলিত হয়ে ৬৮টি ইউনিয়নের মধ্যে ৩৬টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়ছে। জেলার যমুনা এদিকে প্রায় ৩ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠান বন্যার কারণে বন্ধ ঘোষনা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আলীম এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এসব এলাকায় নতুন করে প্লাবিত হয়ে প্রায় ৩ লক্ষাধীক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। প্রায় এ সকল এলাকা মানুষসহ গৃহপালিত পশু , গরু, ছাগল হাঁস, মরগি পানি বন্দি হয়ে পড়েছে। বন্যা কবলিত কিছু সংখ্যক মানুষ উচু বাঁধে আশ্রয় নিয়েছে। এদিকে বন্যা দুর্গত এলাকায় মানুষের খাদ্যের পাশাপাশি গো খাদ্যে চরম সংকট দেখা দিয়েছে।এদিকে, জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত জিল বাংলা সুগার মিলে বন্যার পানি প্রবেশ করেছে। এতে মাটির অভ্যন্তরে স্থাপিত যন্ত্রাংশে পানি ঢোকায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।জল বাংলা সুগার মিলের বিদ্যুৎ কর্মচারী সুহেল মিয়া জানান, মিলের বেশিরভাগ বৈদুতিক সংযোগ মাটির নিচ দিয়ে। পানি প্রবেশের কারণে ও এসব সংযোগ অনেক পুরাতন হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার সম্ভবনা রয়েছে।মিলের মেকানিক্যাল বিভাগের কর্মকর্তা আবু তালেব জানান, বেশিরভাগ যন্ত্রাংশ মাটির নিচে স্থাপিত। বন্যার পানি ঢুকে পড়ায় বড় ধরনের হুমকির মুখে পড়বে মিলটি।মিলের কর্মচারীরা জানান, সুগার মিল এলাকায় মাটির নিচে রয়েছে লাখ লাখ টন মজুদ নালী। এগুলোর মধ্যে পানি ঢুকলে নষ্ট হয়ে যাবে। ফলে কোটি কোটি মূল্যের নালীগুলো নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া মিলে আখের উচ্ছিষ্ট অংশে পানি ঢুকতে শুরু করেছে, ফলে সেগুলোও পঁচে যাচ্ছে।
এদিকে, শুক্রবার সকাল ৮টার দিকে জামালপুরের বাহাদুরাবাদঘাট পয়েন্ট এলাকায় যমুনা নদীর পানি বিপদসীমার ১২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।অপরদিকে, দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের রেল লাইনে পানি ওঠায় অত্যন্ত ঝুঁকি নিয়ে চলছে ট্রেন।এছাড়া দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও বাসভবনে পানি উঠেছে। ফলে স্থানীয় এ কে মেমোরিয়াল কলেজ থেকে পরিচালিত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। দেওয়ানগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম জানান, এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ১১৬ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।শুক্রবার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় (স্বাভাবিক প্রবাহ ১৩ দশমিক ৫২ সেন্টিমিটার)।এদিকে, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার কারণে জেলার ৫টি উপজেলার ৩২টি ইউনিয়নের অন্তত আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে আছেন।এসব বন্যাদুর্গতদের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সেইসঙ্গে বিভিন্ন পানিবাহিত রোগের উপদ্রব শুরু হয়েছে।এদিকে, যমুনার পানি বাড়তে থাকায় চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নে ভ্ঙান শুরু হয়েছে। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল বারি জানান, বৃহস্পতিবার বিকেল থেকে চর ঘোরজান এলাকায় নদীভাঙনে কয়েকশ বাড়িঘর ও রাস্তা-ঘাট নদীতে বিলীন হয়ে যাচ্ছে।
কুড়িগ্রাম:কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।জেলার রৌমারী উপজেলা সম্পূণরূপে বন্যাকবলিত হওয়ায় একে দুর্যোগপূর্ণ উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ মামুন তালুকদার। এদিকে জেলার ৯ উপজেলায় কমেনি ছয় লক্ষাধিক বানভাসী মানুষের দুর্ভোগ। বিশেষ করে বিশুদ্ধ পানি, খাদ্য ও ল্যাট্রিনের অভাবে মানবেতর জীবন-যাপন করছে উঁচু বাঁধ, পাকা সড়কে আশ্রয় নেওয়া হাজার হাজার পরিবার। বন্যাকবলিত এলাকার সবগুলো উঁচু বাঁধ, পাকা সড়ক ও বিভিন্ন উঁচু প্রতিষ্ঠানে বানভাসী পরিবারগুলো তাদের গবাদিপশু নিয়ে গাদাগাদি করে বসবাস করছে। আশ্রয় নেওয়া পরিবারগুলো জরুরি ভিত্তিতে খাবার, বিশুদ্ধ পানি ও ল্যাট্রিনের ব্যবস্থার দাবি জানিয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার ও সেতু পয়েন্টে ধরলার পানি বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গতের মাঝে ৫৭৫ মেট্রিক টন চাল ও সাড়ে ১৫ লাখ টাকা বিতরণ করা হলেও তা ছয় লক্ষাধিক বানভাসীর জন্য অপ্রতুল। বেশির ভাগ বানভাসীর ভাগ্যে ত্রাণ সহায়তা না জোটায় একবেলা খেয়ে না- খেয়ে থাকার অভিযোগ তাদের। জেলার ৯ উপজেলভায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সাড়ে ৫০০ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক ও ৪০ কিলোমিটার নদ-নদীর তীর রক্ষা বাঁধ। বন্ধ করে দেওয়া হয়েছে ২ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ১২ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরিবর্তিত রয়েছে তিস্তা, দুধকুমারসহ অন্যান্য নদীর পানি।অপর দিকে চিলমারীতে বুরুজের পাড় নামক স্থানে শুক্রবার ভোরে কাঁচকোল বাজার সড়ক ভেঙ্গে প্রায় ৪০টি গ্রাম প্লাবিত। পানির তোড়ে ভেঁসে গেছে ৮টি ঘর। এতে প্রায় দেড় হাজার হেক্টর জমির ফসল এবং নতুন করে ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে ব্যাপারীর বাজার এলাকার সাথে কাঁচকোল বাজার এলাকার যোগাযোগ ব্যবস্থা। বাড়িঘর ভেসে যাওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে উক্ত পরিবার গুলো।
লালমনিরহাট: লালমনিরহাটে বন্যা পরি¯ি’তি অবনতি ঘটেছে। বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে।তিস্তা নদী গর্ভে সাতশ’ ৯০টি পরিবারের বাড়ী বিলীন হয়ে গেছে। জেলায় ১৬ লাখ টাকা, ৭শ’ মে.টন চাল ও দু’হাজার ৭৫০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। ২৬টি ইউনিয়নে ৪৯ হাজার ৬১০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ধরলা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।ভারতীয় পাহাড়ী ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টির কারণে জেলার প্রধান নদী তিস্তা, ধরলা, সানিয়াজান, গিদারীয়া ও রতœাই নদীর পানি আশস্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। অনেকে ১৯৮৮ সালের বন্যার সাথে তুলনা করছেন। জেলা সদর উপজেলার ছয়টি ইউনিয়নে ২৯ হাজার ২৭০টি পরিবার, আদিতমারী উপজেলায় তিনটি ইউনিয়নে তিন হাজার ৬শ’ পরিবার, কালীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে দু’হাজার ২৫০টি পরিবার, হাতীবান্ধা উপজেলার আটটি ইউনিয়নে ১১ হাজার ৫৯০টি পরিবার ও পাটগ্রাম উপজেলার ছয়টি ইউনিয়নে দু’ হাজার ৯শ’ পরিবার বন্যায় ক্ষতিগ্র¯’ হয়েছে। এসব পরিবার পানিবন্দি অব¯’ায় দূর্ভোগের মুখে পড়েছে।
লালমনিরহাট জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ ইদ্রিশ আলী জানান, তিস্তা নদীর পানি একটু কমতে শুরু করেছে। পানি কমতে থাকায় তীব্র নদী ভাঙ্গণ কমছে। সানিয়াজান, গড্ডিমারী, পাটিকাপাড়া, হলদীবাড়ি ও ডাউয়াবাড়িতে ৭৯০টি পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে বিলীণ হয়ে গেছে। জেলা সদরের খুনিয়াগাছ, মহিষখোচা ও রাজপুওে ২০টি পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে বিলীণ হয়ে গেছে।এদিকে কুলাঘাট ইউনিয়নে থাকা ভিতরকুটি ও বাঁশপচাই সদ্যবিলুপ্ত ছিটমহল দু’টিতে ধরলা নদীর ভাঙ্গনের মুখে পড়েছে।বানভাসি মানুষগুলো পড়েছে মানবিক বিপর্যয়ের মুখে। চর ও দূর্গম চরে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।তিস্তা ব্যারেজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বাংলাদেশে ব্রহ্মপুত্র, পদ্মা ও যমুনা নদীর পানি একসাথে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলে, সারা দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এর উদাহরণ ৮৮ সালের বন্যা।
তিনি বলেন, এবারেও একই পরিস্থিতি সৃস্টি হয়েছে। তাই পানি নামতে একটু বিলম্ব হচ্ছে। তিস্তা নদী ভাঙ্গনের শিকার প্রায় অর্ধশত মানুষকে তিস্তা ব্যারেজ এলাকার উঁচু জমিতে অস্থায়ী ভাবে আশ্রয় দেয়া হয়েছে।গাইবান্ধা:গাইবান্ধার বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পানির প্রবল ¯্রােতে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের ৪৫০টি পরিবারের ঘরবাড়ি ধসে গেছে। এসব পরিবারের মধ্যে সহায় সম্বল হারিয়ে ৩২০টি পরিবার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারির চরের চন্দনস্বর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।
উপজেলার ফজলুপুর ইউনিয়নের চন্দনস্বর উচ্চ বিদ্যালয়ে পৌছে দেখা গেল খোলা আকাশের নিচে নদী ভাঙা মানুষ গুলোর অসহায় অবস্থা। বিদ্যালয়ের মাঠে আশ্রয় নেয়া মানুষ গুলোর দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। তাদের রান্না করে খাবার মতো ব্যবস্থা নেই। অনেক পরিবারের সদস্যদের অর্থাহার অনাহারে দিন কাটছে। গো-খাদ্যের অভাবে গবাদিপশু নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন তারা। কেই অসুস্থ্য হলে তার চিকিৎসার কোন ব্যবস্থা নেই সেখানে। বিশেষ করে গর্ভবর্তী মহিলাদের স্বাস্থ্যসেবা দেবার ব্যবস্থা করা দরকার। গত পাঁচদিন হলো বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোজ নিতে আসেনি প্রশাসনের পক্ষ থেকে এমনটাই অভিযোগ ক্ষতিগ্রস্ত মানুষের।ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জালাল জানান, নদী ভাঙা ৪৫০ পরিবারের মধ্যে এখন পর্যন্ত কোন ত্রাণ সামগ্রী পৌছান সম্ভব হয়নি। অনেকে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন। তাদের জরুরী পূনর্বাসনের দরকার। এদিকে, জেলার সাঘাটা, ফুলছড়ি, সদর ও সুন্দরগঞ্জ উপজেলার ২৫টি ইউনিয়নে প্রায় তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, শুকনো খাবার, গবাদি পশু সংরক্ষণ ও পশু খাদ্য সংকট দেখা দিয়েছে।গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন জানান, গাইবান্ধা শহর রক্ষা বাঁধের পৌর এলাকার কুটিপাড়া ও ডেভিড কোম্পানি পাড়ার আটটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এজন্য শহরে মাইকিং করে সবাইকে সর্তক থাকতে বলা হচ্ছে।
এদিকে, ফুলছড়ি উপজেলার নয় কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই এলাকার পশ্চিমপাড়ের প্রায় দুই লক্ষাধিক মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এছাড়া ভরতখালীর সোনাইল বাঁধ ভেঙে যাওয়ায় সাঘাটার ২০টি গ্রামে নতুন বন্যা কবলিত হয়ে পড়েছে।গাইবান্ধা জেলা প্রশাসন (ডিসি) আব্দুস সামাদ জানান, জেলায় ১৫৭টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া বন্যার্তদের পাশে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সব সময় খোঁজ খবর নিচ্ছেন।
মানিকগঞ্জ: গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে পানি বৃদ্ধিতে অব্যাহত থাকায় ও প্রবল ¯্রােতের তোড়ে পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন যেকোনো সময় নদীগর্ভে বিলীনের আশঙ্কা করছে ঘাট কর্তৃপক্ষ।বৃহস্পতিবার পদ্মার পাটুরিয়া পয়েন্টে পানি ৯ দশমিক ৮৫ সেন্টিমিটার (সেমি) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপদসীমার ৪৩ সেমি ওপরে।বিকেলে বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট মেরিন ব্যবস্থাপক আব্দুস সোবাহান জানান, এভাবে পানি বৃদ্ধি পেলে ঘাটের পন্টুন যেকোনো সময় তলিয়ে যেতে পারে। এরইমধ্যে উভয় ঘাটের কয়েকটি পন্টুন অন্যত্র স্থাপন করা হয়েছে। বাকিগুলো ইট ফেলে মেরামত করা হচ্ছে।বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের নির্বাহী প্রকৌশলী এনামুল হক জানান, গাড়ির অতিরিক্ত চাপ থাকায় প্রতিটি ফেরিকে ২১/২৪টি করে ট্রিপ দিতে হয়। ফলে পন্টুনে অতিরিক্ত চাপ পড়ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া ৪নং ফেরিঘাটের রাস্তা ভেঙে গেছে। ফলে এ ঘাট দিয়ে ফেরি ওঠানামা বন্ধ আছে।এদিকে, রুটের উভয় ঘাটে পারের অপেক্ষায় কয়েকশ যানবাহন আটকা পড়ে আছে বলে জানা গেছেএদিকে, মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচাঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এতে জেলার শিবালয়, দৌলতপুর, ঘিওর ও হরিরামপুর উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এসব এলাকার ফসলি জমিসহ রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনা।দুপুরে শিবালয় উপজেলার পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (জিআর) আব্দুর রহমান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা, চরকাটারি, জিয়নপুর, আমতলী, খলসী, বিনোদপুরের কয়েকটি গ্রামের ফসলি জমিসহ রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে।
এছাড়া জেলার ঘিওর উপজেলার ধলেশ্বরী নদীতে পানি বৃদ্ধির ফলে ভাঙন আতঙ্কে রয়েছে নদীপাড়ের মানুষগুলো। অপরদিকে শিবালয় ও হরিরামপুরের কয়েকটি গ্রামেও বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। এ অবস্থায় অসহায়ের মতো দিন কাটাচ্ছে ওইসব এলাকার কয়েক’শ পরিবার।মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আলীমুজ্জামান মিয়া জানান, বন্যায় এক হাজার হেক্টর আমনের জমি, তিন হেক্টর রোপার বীজতলা ও পাঁচ হেক্টর জমির শাকসব্জি পানিতে তলিয়ে গেছে। দুই সপ্তাহের বেশি ওইসব জমিতে পানি থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হবে।মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবর রহমান জানান, মানিকগঞ্জের দৌলতপুর, ঘিওর, শিবালয় ও হরিরামপুরের বেশ কয়েকটি এলাকার লোকজন বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।ওইসব এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বন্যা কবলিত মানুষের জন্যে বরাদ্দ পাঠানো হয়েছে।