পুরান ঢাকায় কারাগারের জায়গায় হবে পার্ক

0
324

পুরান ঢাকায় কারাগারের জায়গায় হবে পার্ক২০০ বছরের পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঠিকানা বদলেছে। শুক্রবার সকাল ছয়টা থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দীদের কেরানীগঞ্জের নতুন কারাগারে নেয়া শুরু হয়েছে। এরপর এখানে বিনোদন পার্ক করাসহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার। কারাগার সূত্র জানিয়েছে, ছয় হাজার ৪০০ বন্দীকে ওই কারাগারে স্থানান্তর করা হচ্ছে। কেন্দ্রীয় কারাগারের জায়গায় কী হবে, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে নানা গুঞ্জন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, কেন্দ্রীয় কারাগারের জায়গায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি জাদুঘর হবে। এলাকাবাসীর বিনোদনের স্থান হিসেবে কেন্দ্রীয় কারাগারের স্থানে পার্ক হবে। ঐতিহাসিক মূল্য আছে, এমন ভবন সংরক্ষণ করা হবে, যা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মেয়র নির্বাচনের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন প্রতিশ্রুতি দেন, তিনি নির্বাচিত হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের স্থানে পার্ক ও খেলার মাঠ গড়ে তুলবেন। উন্মুক্ত স্থান হিসেবে পুরান ঢাকার বাসিন্দারা যাতে প্রাতর্ভ্রমণ করতে পারেন, সে ব্যবস্থা করবেন। শিশু-কিশোরদের জন্য খেলার সুযোগ করে দেবেন। নির্বাচনের আগে পুরান ঢাকার বাসিন্দাদের দেয়া সেই প্রতিশ্রুতির ব্যাপারে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন শুক্রবার সাংবাদিকদের বলেন, সবাই জানেন, পুরান ঢাকা ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে নেই কোনো পার্ক। শিশুদের জন্য তেমন খেলার মাঠ নেই।

এলাকাবাসীর প্রাতর্ভ্রমণের কোনো ব্যবস্থা নেই। তাই পুরান ঢাকার বাসিন্দারা চান কেন্দ্রীয় কারাগারের জায়গাটি ‘উন্মুক্ত স্থান’ হিসেবে রাখা হোক। এলাকাবাসী যেন প্রাতর্ভ্রমণ করার সুযোগ পান, ছেলেমেয়রা যাতে খেলাধুলা করতে পারে। সাঈদ খোকন জানান, কেন্দ্রীয় কারাগারের জায়গাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। জায়গাটি সিটি করপোরেশন পেলে অবশ্যই এলাকাবাসীর চাহিদা পূরণ করা হবে। তিনিও চান কারাগারের স্থানটিকে উন্মুক্ত স্থান হিসেবে রাখা হোক। এলাকাবাসীর বিনোদনকেন্দ্র হিসেবে প্রাতর্ভ্রমণের বিষয়টি নিশ্চিত করা জরুরি।

সর্বোপরি এলাকাবাসীর জন্য পার্ক গড়ে তোলা দরকার। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঐতিহ্য সমুন্নত রেখে পরিত্যক্ত জায়গায় ঘনবসতিপূর্ণ এলাকার মানুষের জন্য শিশুপার্ক, খেলার মাঠ, পুকুর, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ সবুজ বলয় গড়ে তোলা হোক।

সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর বলেন, কারাগারের ভেতরে ১৭ একর জমি রয়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কারাগারের স্থানে মানুষের বিনোদনের জন্য পার্ক হবে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে কারাগারের কিছু ভবন সংরক্ষণ করা হবে। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ১৭৮৮ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগার নির্মিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here