সিরিয়ার অন্যতম শক্তিশালী জঙ্গি জিহাদি দল আল-নুসরা ফ্রন্ট আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে তাদের সংযোগ ছিন্ন করার ঘোষণা দিয়েছে। আল-নুসরা ফ্রন্ট এই প্রথমবারের মত একটি ভিডিও বার্তায় এই সংবাদ জানিয়েছে । বিবিসির খবরে এ সংবাদ জানানো হয়। নুসরা ফ্রন্টের নেতা আবু মোহাম্মদ আল-জোলানি জানিয়েছেন, তারা একইসাথে দলের নাম পরিবর্তন করছেন। নতুন নাম জাভাত ফাতেহ আল-শাম বা দ্য ফ্রন্ট ফর লিবারেশান আল-শাম।
রেকর্ডেড ভিডিও বার্তায় নেতা আবু মোহাম্মদ আল জোলানিকে আরও বলেছেন, আল-কায়েদার সঙ্গে তাদের সম্পর্ককে অজুহাত বানিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মত পরাশক্তিগুলো সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে। এটা বন্ধ করা অত্যন্ত জরুরি। সেই কারণেই তাদের এই নয়া পদক্ষেপ।
যদিও যুক্তরাষ্ট্র বলছে ভিন্ন কথা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, আলেপ্পোতে সিরিয় ও রুশ বাহিনীর যৌথ হামলায় আল-নুসরা এতোই কোণঠাসা এখন যে, তাদেরকে এমনিতেই আত্মসমর্পণ করতে হতো। এই ঘোষণা আসলে পিছু হঠার এবং নাম কামানোর নতুন কৌশল ছাড়া আর কিছুই নয়।