ঘাতক হেপাটাইটিস ভাইরাসের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হবে। বিভিন্ন প্রকার হেপাটাইটিস এবং এর প্রতিরোধ ও চিকিৎসার নানা পদ্ধতির বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) আহ্বানে ২০১০ সাল থেকে প্রতি বছরের ২৮ জুলাই সারাবিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে। এ বছর এ দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘দূরীকরণ’।
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণীতে বাংলাদেশে দিবসটি পালনকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, বিশ্ব হেপাটাইটিস দিবসের এবারের প্রতিপাদ্য সময়োপযোগী হয়েছে এবং তারা এ দিবস পালন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, এই রোগ প্রতিরোধের জ্ঞানের অভাবে বাংলাদেশে যকৃত রোগীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, যকৃত মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। তিনি যকৃত রোগ প্রতিরোধের বিষয়ে জনগণকে উৎসাহিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, এই দিবস পালন হেপাটাইটিস বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধ ও আরোগ্যে সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ ও বিশ্বব্যাপী ক্রমান্বয়ে হেপাটাইটিস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তিনি আরো বলেন, এই রোগ প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি। প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের দোরগোড়ায় চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে গত সাড়ে সাত বছরে ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার সকলের সম্মিলিত সহযোগিতায় ঘাতক হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধে কাক্সিক্ষত সাফল্য অর্জনে সক্ষম হবে।