নিহত জঙ্গিরা সবাই উচ্চ শিক্ষিত ও এলিট: ডিএমপি

0
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া

রাজধানীর কল্যাণপুরেসোয়াটের নেতৃত্বাধীনআইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত ৯ জঙ্গি ও গুলশানে হামলাকারী জঙ্গিরা একই গ্রুপের সদস্য বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহতদের পোশাক, কথার ধরন, ব্যবহার্য জিনিসপত্র সবকিছু দেখে মনে হয়েছে তারা সবাই উচ্চ শিক্ষিত ও এলিট শ্রেণির।মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে জঙ্গি আস্তানায় অভিযান নিয়ে বিস্তারিত ব্রিফ করার সময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।

তিনি জানান, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। তার দেয়া তথ্য যাচাই বাছাই করে যথা সময়ে নাম পরিচয় জানানো হবে। সোয়াট টিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে সহায়তা করেছে থানা পুলিশসহ ডিএমপির অন্যান্য সদস্যরা। অভিযানে একজন পুলিশ সদস্যও আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, অভিযান শতভাগ সফল হয়েছে।ব্রিফিংয়ের কিছুক্ষণ আগেই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মো. মনিরুল ইসলাম জানান, কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে মোট ১১টি গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। এরমধ্যে একটি গ্রেনেড অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, আস্তানা থেকে ৪ থেকে ৫ কেজি বিস্ফোরক, ৪টি পিস্তল, ২১ রাউন্ড গুলি, ১টি তলোয়ার, ৩টি অটোমেটিক ছুড়ি, ৭টি ছোট ছুড়ি এবং বেশ কিছু আইএস লেখাকালো কাপড় পাওয়া গেছে।আছাদুজ্জামান মিয়া বলেন, হামলার পর ঘটনাস্থল থেকে ১৩টি স্থানীয়ভাবে তৈরি গ্রেনেড জব্দ করা হয়। আরও জব্দ করা হয় ১৯টি ডেটোনেটর, ৭.৬২ বোর রাইফেল, কিছু ম্যাগজিন, তলোয়ার, ছুরি, হাতুড়ি, চাপাতি, আল্লাহু আকবর লেখা দু’টি কালো পতাকা,গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক।রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত ৯ জনের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মো. হাসান নিহত সহযোগীদের নাম জানিয়েছে। এরা হলেন- রবিন, ইমরান, অভি, আতিক, সোহান, ইকবাল, সাব্বির এবং তাপস। একজনের নাম জানাতে পারেনি চিকিৎসাধীন হাসান।

মঙ্গলবার ভোরে কল্যাণপুরে আস্তানা হিসেবে ব্যবহৃত ৫ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে অভিযান শেষে আহত অবস্থায় আটক মো. হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের ১ নম্বর ব্লকে চিকিৎসাধীন আছে মো. হাসান।

চিকিৎসাধীন হাসানের বাড়ি বগুড়ার জীবন নগরে। তার বাবার নাম রেজাউল করিম। সে স্থানীয় শাহ সুলতান কলেজের ছাত্র। অভিযানের শুরু হলে হাসান তিনতলা থেকে নীচে লাফ দেয়। এতে চোট লাগে তার মাথায় ও পায়ে। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।পুলিশ জানায়, আহত হাসান এক বছর আগে থেকে অন্যদের সঙ্গে জঙ্গি তৎপরতায় জড়ায়। এ সময় বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না বলেও সে পুলিশকে বলেছে। এক মাস আগে তাকেসহ অন্যদের এ বাড়িতে নিয়ে আসা হয়। এখানে তাদের সবাইকে প্রশিক্ষণ দেয়া হয়। এ সময় তাকে নিচে নামতে দেয়া হয়নি বলেও জানায় সে। সবাইকে রান্না করে খাওয়ানোর দায়িত্ব দেয়া হয়েছিল তাকে।

এরআগে, সোমবার দিবাগত রাত ১টার কিছু পর কল্যাণপুরের ৫ নম্বর রোডের জাহাজ বিল্ডিং নামের ৫ তলা বাড়িটিতে জঙ্গিবিরোধী অভিযান শুরু করে পুলিশ। সে সময় বাড়ির তিনতলা পর্যন্ত ওঠার পর পাঁচতলা থেকে দুই যুবক নেমে এসে গুলি চালালে এক পুলিশ কর্মকর্তার হাতে গুলি লাগে। একই সঙ্গে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেলও নিক্ষেপ করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি চালালে হাসান নামে এক জঙ্গি আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। রাত প্রায় সাড়ে ৩টা পর্যন্ত পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় চলে। পরে পুরো এলাকাটি ঘিরে রেখে ভোরে সোয়াত, পুলিশ, র‌্যাব ও ডিবি যৌথভাবে অভিযান পরিচালনা করে।
সকাল ৭টায় স্টর্ম-টোয়েন্টি সিক্স নামের এই অভিযান শেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান বলেন, ‘ভোর ৫টা ৫১ মিনিটে কল্যাণপুরের জাহাজ বিল্ডিং নামের ওই বাড়িটিতে অভিযান শুরু করে সোয়াত, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের সাথে গোলাগুলিতে ৯ জঙ্গি নিহত হয়। এক জঙ্গি গুলিবিদ্ধসহ আটক করা হয় দু’জনকে।

আছাদুজ্জামান বলেন, নিহত জঙ্গিদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এদের পরনে কালো, পাঞ্জাবি ও জিন্সের প্যান্ট ছিল। আর একজন ছাড়া সবার পায়েই কেডস ছিল। সবাই ছিল উচ্চশিক্ষিত।আইন-শৃঙ্খলা বাহিনী অভিযানে গেলে তারা ছয় তলা ভবনের পাঁচ তলা থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে, এরপর তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিবিনিময় হয় জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, তাদের পোশাক, অস্ত্র ও হামলার ধরন দেখে বোঝা যাচ্ছে, গুলশানের রেস্টুরেন্টে হামলাকারী এবং নিহত এই নয় জঙ্গি একই গ্রুপের সদস্য। এদের আরও বড় ধরনের হামলা পরিকল্পনা ছিল বলেও জানান আছাদুজ্জামান মিয়া। তাদের পরিচয়ের বিষয়ে ডিএমপি কমিশনার জানান, আহত অবস্থায় উদ্ধার একজনের নাম জানা গেছে। তার নাম হাসান। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।এসময় তিনি সাফ জানিয়ে দেন ঢাকা এমনকি বাংলাদেশের কোথাও জঙ্গি-সন্ত্রাসীদের জায়গা হবে না। ভোরে কল্যাণপুরের একটি বাড়িতে ওই অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় আটক হয় এক জঙ্গি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here