দুবাইয়ে ফাহাদ অপরাজিত চ্যাম্পিয়ন

0
230

দুবাইয়ে ফাহাদ অপরাজিত চ্যাম্পিয়ন

দুবাইয়ে ১৪তম জুনিয়র দাবা টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের প্রথম ক্ষুদে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

সোমবার নবম ও শেষ রাউন্ডে ফাহাদ পরাজিত করেছেন ওমরান আল হোসাইনকে। সব মিলিয়ে ফাহাদের পয়েন্ট আট। রোববার সপ্তম রাউন্ডে ভারতের রাহুল শ্রিবাতশেভকে হারিয়ে ফাহাদ শীর্ষস্থান দখল করে। অষ্টম রাউন্ডে করেন ড্র।দুবাই চেস অ্যান্ড কালচার ক্লাবে ১৯ জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রাইজমানি প্রায় ১০ হাজার ডলার। যেখানে অংশ নিয়েছে প্রায় ১২টি দেশের মোট ১১০ জন খেলোয়াড়।চ্যাম্পিয়ন বাংলাদেশের ফাহাদ পাবেন দুই হাজার ডলার ও শেখ মাকতুম বিন হামদান আল মাকতুম কাপ।

রোববার সপ্তম রাউন্ডে ভারতের রাহুল শ্রিবাতশেভকে হারিয়ে ফাহাদ শীর্ষস্থান দখল করে। মাহিন্দ্রা কমভিভার পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অংশগ্রহণ করছে ফাহাদ।দুবাই চেস অ্যান্ড কালচার ক্লাবে ১৯ জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ২৭ জুলাই পর্যন্ত। ১০ হাজার ডলারের এ টুর্নামেন্টে ১২টি দেশের মোট ১১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here