গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক ঔষধ বিক্রেতা নিহত হয়েছে। এঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে ঘাতক বাসে অগ্নিসংযোগ করে এবং ৯/১০ টি যানবাহন ভাংচুর করে। নিহতের নাম সালেক মিয়া (৪০)। তিনি কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার সদর আলীর ছেলে। এদিকে একই উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহি বাস সড়কের পাশের খাদে পড়ে গেলে অন্ততঃ ১৮ জন আহত হয়েছে।
সালনা হাইওয়ে থানার ওসি আবু দাউদ মিয়া জানান, মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক নিশ্চিন্তপুর (দোকানপাড়) এলাকায় মোটর সাইকেল আরোহী সালেক মিয়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে টাঙ্গাইলগামী জনতা সুপার পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহী স্থানীয় ঔষধ বিক্রেতা সালেক মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। এসময় এলাকাবাসি উত্তেজিত হয়ে ঘাতক বাসে অগ্নিসংযোগ করে এবং এবং ৯/১০ টি যানবাহন ভাংচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় যানবাহন উভয়দিকে আটকা পড়ে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে প্রায় একই সময়ে নবীনগর থেকে ছেড়ে আসা গাজীপুরগামী পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী বেপরোয়া গতিতে অপর একটি বাসকে ওভারটেকের চেষ্টা করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাস আরোহী অন্তত ১৮ জন আহত হয়েছে। এলাকাবাসি আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করে। সাভার হাইওয়ে থানার ওসি জানান, আহতদের মধ্যে এক ব্যাক্তিকে আশংকা জনক অবস্থায় ওই হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়েছে।