২০১৮ সালে পদ্মা সেতু দিয়ে বাস এবং ট্রেন চলাচল শুরু হবে : ওবায়দুল কাদের

0
0

জাসদ নিয়ে আশরাফের বক্তব্য ব্যক্তিগত-কাদেরসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ২০১৮ সালে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু দিয়ে একসাথে বাস এবং ট্রেন চলাচল শুরু হবে। ওবায়দুল কাদের আজ রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে পদ্মা সেতু প্রকল্পের সাথে রেল লিংক স্থাপন বিষয়ক এক সমন্বয় সভায় একথা বলেন। সভায় রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এই সময়ের (২০১৮) মধ্যে মাওয়া হতে সেতুর উপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৪২ কিলোমিটার (কিমি.) রেললিংক স্থাপনের কাজ শেষ হবে। এসময় এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী জানান, আগামী জানুয়ারিতে রেল লিংক স্থাপনের কাজ শুরু হবে। তিনি বলেন, ঢাকা থেকে ফতুল্লা হয়ে সেতুর উপর দিয়ে ভাঙ্গা জংশন পর্যন্ত ৮২ কিমি. রেল লাইন স্থাপন করবে রেলপথ মন্ত্রণালয়। ভাঙ্গা থেকে বিদ্যমান রেল লাইন অনুযায়ী ফরিদপুর, যশোর সংযুক্ত হওয়ার পাশাপাশি পরবর্তী পর্যায়ে বরিশালকেও রেলপথে সংযুক্ত করা হবে।

এসময় রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেন, ইতোমধ্যে জি-টু-জি ভিত্তিতে রেললাইন স্থাপনে চীন সরকারের মনোনীত রেলওয়ে গ্রুপ কোম্পানির সাথে প্রাথমিক সমঝোতা স্মারক সই হয়েছে, শীঘ্রই বাণিজ্যিক চুক্তি সই হবে। এ প্রকল্পে প্রায় ৩৪ হাজার কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে বলে এসময় মন্ত্রী জানান। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, সড়ক ও জনপথের (সওজ) প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, রেললিংক প্রকল্প পরিচালক সাগর কৃষ্ণ চক্রবর্তীসহ এসডব্লিউও-পশ্চিমের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here