শেষ উড়াল দিয়ে গন্তব্যে সোলার ইম্পালস

0
0

শেষ উড়াল দিয়ে গন্তব্যে সোলার ইম্পালসবিশ্ব ভ্রমণের পরীক্ষামূলক মিশনে রয়েছে জ্বালানিহীন সৌরবিদ্যুৎ চালিত বিমান সোলার ইম্পালস। এই ভ্রমণের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে বিমানটি। মিশরের রাজধানী কায়রো থেকে সর্বশেষ যাত্রাটি শুরু করেছে সোলার ইম্পালস নামের এই জ্বালানিবিহীন বিমান।

২০১৫ সালের মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাত থেকেই প্রথম উড়াল দিয়েছিল সোলার ইম্পালস। কায়রো থেকে বিমানের শেষ গন্তব্য ঐখানেই। ৪৮ ঘণ্টার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌছানোর কথা রয়েছে বিমানটির।

বিমানটির শেষ পাইলট বার্ট্রান্ড পিকার্ড। এতদিন পর্যন্ত সফলভাবেই যাত্রা সম্পন্ন করেছে এই সৌরবিমান। আশা করা হচ্ছে, এই শেষ যাত্রাতেও গন্তব্যে পৌঁছাবেন তিনি। বিমানটি এখন পর্যন্ত ৩০,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here