নড়াইলে সুলতান উৎসব ২৯ আগস্ট

0
0

নড়াইলে সুলতান উৎসব ২৯ আগস্ট

বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯২তম জন্ম জয়ন্তী পালন উপলক্ষে সুলতান মঞ্চে আগামী ২৯ থেকে-৩১ আগস্ট ৩ দিনব্যাপী সুলতান উৎসব অনুষ্ঠিত হবে।এছাড়া জন্মজয়ন্তীর বিস্তারিত কর্মসূচির বিষয়ে আলোচনার লক্ষ্যে এখানে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ।এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সিদ্দিকুর রহমান, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, শৈলেন্দনাথ সাহা প্রমূখ।

সভায় আগামী ১০ আগস্ট সুলতানের জন্ম বার্ষিকী পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সুলতান কমপ্লেক্সে কোরআন খানি, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল এবং শিশু স্বর্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ।এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে ১ লা সেপ্টেম্বর চিত্রা নদীতে অনুষ্ঠিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।চিত্রা নদীর পাশে সবুজ শ্যামল ছায়া ঘেরা, পাখির কলকাকলীতে ভরা মাছিমদিয়া গ্রামে ১৯২৪ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন শিল্পী এস এম সুলতান। তার পিতা মোঃ মেছের আলি মাতা মোছাঃ মাজু বিবি। কালোর্ত্তীন এই চিত্রশিল্পী ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আটির্ষ্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে রাষ্টীয় ভাবে স্বাধীনতা পদক প্রদান করা হয়েছিল। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here