দুর্নীতির অর্থই জঙ্গিবাদে ব্যবহৃত হচ্ছে: দুদক চেয়ারম্যান

0
262

(দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ

দুর্নীতির টাকা জঙ্গিবাদে ব্যবহৃত হয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দুর্নীতির অর্থ জঙ্গিবাদে ব্যবহৃত হয়। যদি তা না হয় তাহলে এক একটি ব্যাংক হিসেবে এতো টাকা কোথা থেকে আসে। সাদা টাকা, কষ্টের টাকা তো জঙ্গিবাদে ব্যবহার করা সম্ভব না। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কায্যালয়ে কৌশলগত কর্ম পরিকল্পনা ২০১৬-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে মিডিয়া ব্যক্তিত্বদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।সভায় দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি ও জঙ্গিবাদ দুটোই বর্তমানে বৈশ্বিক সমস্যা এবং এ দুই সমস্যার মধ্যে সম্পর্ক রয়েছে। দুর্নীতির অর্থই জঙ্গিবাদে ব্যবহৃত হচ্ছে।

অর্থনৈতিক সন্ত্রাস ও জঙ্গিবাদ- এই দুই সমস্যাকে সমান গুরত্বি দিয়ে প্রতিহত করতে না পারলে কেউ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন দুদক প্রধান। বিশ্বের অনেক দেশের মত বাংলাদেশেও সাম্প্রতিক কয়েকটি জঙ্গি হামলার পর জঙ্গি অর্থায়নের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।গত ১২ জুলাই সিঙ্গাপুরে গ্রেপ্তার চার বাংলাদেশিকে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে দুই থেকে পাঁচ বছরের কারাদ- দেয় দেশটির আদালত।এছাড়া দেশে বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করছে এমন কয়েকশ প্রতিষ্ঠান জঙ্গিবাদে অর্থ লগ্নি করছে বলেও সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

অর্থনৈতিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের প্রতিবেদনের বরাত দিয়ে সম্প্রতি একটি দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এনজিওগুলো প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকার অনুদান সংগ্রহ করে। এই অর্থ কোন খাতে কীভাবে খরচ করা হয় তার বিস্তারিত তথ্য সরকারের কাছে নেই।দুদক চেয়ারম্যান বলেন, বিষয়টা স্পষ্ট… আপনার কষ্টার্জিত অর্থ আপনি নেতিবাচক কোনো কাজে লগ্নি করবেন না। সৎভাবে অর্থ উপার্জন করে তো কেউ জঙ্গিবাদের পেছনে ব্যয় করবে না। সুতরাং যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান জঙ্গিবাদের পেছনে টাকা ঢালছে, তারা অবশ্যই দুর্নীতিগ্রস্ত।

দুর্নীতি দমন কমিশন পাঁচ বছর মেয়াদী কৌশলগত একটি কর্মপরিকল্পনা গ্রহন করেছে, যাতে প্রাতিষ্ঠানিক দক্ষতার উন্নয়ন, কার্যকর তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম, কার্যকর বিচার প্রক্রিয়ার জন্য দৃঢ় প্রসিকউশনসহ আটটি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে।ওই পরিকল্পনার খসড়া নিয়েই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আসেন দুদক চেয়ারম্যান।তিনি বলেন, চলতি বছরের শুরুতেই দুদক ব্যাংকিং, শিক্ষা ও স্বাস্থ্য-এই তিন খাতে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়।ব্যাংকিং সেক্টর, বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলোতে কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে পাচার হয়েছে। পত্র-পত্রিকায় এ বিষয়ে প্রচুর সংবাদও প্রকাশিত হয়েছে। আমরা সরকারি ব্যাংকগুলোর দুর্নীতি যেভাবে গুরুত্ব দিয়ে অনুসন্ধান করছি, তেমনি বেসরকারি ব্যাংকগুলোকেও গুরুত্ব দেওয়া হবে। বেসরকারি ব্যাংকগুলোকে মনে রাখতে হবে যে সেখানে জনগণের টাকা থাকে।

দুর্নীতির কারণ নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষার মান নিয়েও কথা বলেন দুদক চেয়ারম্যান।আমাদের শিক্ষার মান কমে গেছে। সম্প্রতি ব্যাপারটা দাঁড়িয়েছে এমন- বাচ্চারা স্কুলে গেলেই পাস হয়ে যায়। তাদের পড়ার টেবিলে বসার সুযোগ দেওয়া হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আমাদের কথা হয়েছে। যদি কোনো স্কুলে পরীক্ষায় এক বিষয়ে অনুত্তীর্ণ কোনো শিক্ষার্থীকে উপরের ক্লাসে প্রমোশন দেওয়া হয়, তাহলে আমরা মামলা করব।তার যুক্তি, ওইভাবে এক শ্রেণি থেকে উপরের শ্রেণিতে প্রমোশন’ দেওয়ার ক্ষেত্রে ‘ক্ষমতার অপব্যবহার’ করা হয়। তেমনিভাবে যেসব চিকিৎসক সরকারের বেতন নিয়ে গ্রামে কাজ করেন না- এটাও ক্ষমতার অপব্যবহার। সুতরাং তাদের বিরুদ্ধেও মামলা হবে।

দুদকের এক কর্মকর্তা জানান, কর্মপরিকল্পনা অনুযায়ী সাংবাদিকদের পর বিশ্ববিদ্যালয় শিক্ষক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবে কমিশন।দুর্নীতি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের হৃদয়ে গেঁথে থাকে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এমন কিছু করে দেখাতে হবে। এছাড়া দুর্নীতির মামলার বিচার দ্রুত সম্পন্ন করার প্রতি জোর দিতে হবে।সভায় সমকালের সম্পাদক গোলাম সারওয়ার বলেন, সারা বিশ্বের সবচেয়ে বড় সমস্যা জঙ্গিবাদ ও দুর্নীতি। জঙ্গিবাদের বিরুদ্ধে সারা বিশ্বে যেসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধেও এমন পদক্ষেপ গ্রহণ করা দরকার। অন্যথায় জঙ্গিবাদ ও দুর্নীতি থেকে আমরা কেউ রক্ষা পাবো না।দুর্নীতি প্রতিরোধে মানুষের মনে গেঁথে থাকে এমন কিছু কাজ করতে হবে, এ জন্য কমিশন গণমাধ্যমকে ব্যবহার করবে, আর এতে গণমাধ্যমও সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।

কলের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, অভিভাবক ও শিক্ষকরা হচ্ছেন গুরুত্বপূর্ণ জায়গা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীতে শিশুদের মধ্যে দুর্নীতিবিরোধী ও নৈতিক শিক্ষা দেওয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ বিষয়টি নতুন প্রজন্মের অন্তরে দেওয়া গেলে দুর্নীতি হ্রাস করা সম্ভব।বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, দুদক যতোটুকু সম্ভব দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাচ্ছে, আমরা গণমাধ্যম থেকে যেসব সহযোগিতা করার, তা করে যাচ্ছি। কমিশন যতো বেশি তথ্য দেবে, দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমের ততো বেশি কাজ করা সম্ভব হবে।

৭১ টেলিভিশনের এমডি মোজাম্মেল বাবু বলেন, রেলওয়ে মন্ত্রণালয়ে কোনো কাজেরই টেন্ডার হয় না। যোগ্যদের বিভিন্ন অভিযোগ দেখিয়ে টেন্ডার থেকে বঞ্চিত করা হয়। এসব বিষয় যেন কমিশনের নজরে আসে। ব্যাংকিং সেক্টরে ব্যাপক দুর্নীতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কমিশনকে নিয়মিত কাজের বাইরে জাতীয় টাস্কফোর্স গঠন করে দুর্নীতি প্রতিরোধে কাজ করতে হবে।দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন বলেন, কোনো প্রভাব বিস্তারের কারণে দুদকের তদন্ত আটকে গেলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে না। তবে নিজের ঘরে কি হচ্ছে তা যেন কমিশন খতিয়ে দেখে। এ বিষয়ে নজর দেওয়ার জন্য কমিশনকে আহ্বান জানান তিনি।দুর্নীতি মামলার দ্রুত বিচার সম্পন্ন করতে কমিশনের প্রসিকিউশনকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন বাংলানিউজের আউটপুট এডিটর অশোকেশ রায়।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে সভায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক নওয়াজেশ আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। সভায় দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দিন আহমেদ ও দুদক সচিব আবু মোস্তফা কামালও বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here