তানোরে এক পরিবারের প্রতিবন্ধী দুই বোন চিকিৎসা সেবা বঞ্চিত

0
256

Tanore 02 Sister Photo 24.07.2016ফিরোজা (১৫) ও রাজিকা (১৩)। ফুটফুটে সুন্দর চেহারার দুই বোন। দেখলেই মায়া হয়। জন্মের পর থেকেই তারা প্রতিবন্ধী। তাদের হাত-পা বাঁকা, কথা বলতে পারে না, এমনকি নিজের খাবারটাও নিজ হাতে খেতে পারে না, চলাফেরা করে অন্যের সাহায্য নিয়ে। তারা দুজনেই রাজশাহীর তানোর পৌর এলাকার তালন্দ গ্রামের হতদরিদ্র আব্দুর রশিদের ¬মেয়ে।

সম্প্রতি উপজেলার তালন্দ গ্রামে গিয়ে তাদের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পরিবারের আর্থিক দৈন্যদশার কারণে সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রতিবন্ধী এ দুই বোন। হতদরিদ্র পিতার বাড়ি-ভিটার সামান্য অংশ ছাড়া নিজের কোন জমি নেই। দিন মজুরের কাজ করে অর্ধহারে অনাহারে সংসার চলে তার। মেয়ে দুটিকে টাকার অভাবে ঠিকমত চিকিৎসা করতে পারছেনা। বড় বোন ফিরোজার ভাগ্যে প্রতিবন্দী ভাতা জুটলেও ছোট বোন রাজিকার ভাগ্যে এখনো প্রতিবন্দী ভাতা জুটেনি।

এসময় বাড়িতে উপস্থিত পরিবারের সদস্যরা এ প্রতিবেদকে অভিযোগ করে জানান, উপজেলা সমাজসেবা ও ওর্য়াড কাউন্সিলরের দারে দারে ঘুরেও অদৃশ্য কারণে ছোট মেয়ে রাজিকার প্রতিবন্ধী ভাতার কার্ড যোগাড় করা সম্ভব হয়নি। তার মা আমেনা বেগম অভিমানের সুরে বলেন, কাউন্সিলারদের কাছে গেলে তারা ভাতার কার্ডের জন্য ৩ থেকে ৫ হাজার টাকা দাবী করে। এমনিতেই প্রতিমাসে ঔষধ খাওয়াতে প্রায় ৫-৬ হাজার টাকার ঔষধ লাগে। কিন্তু অর্থাভাবে অসচ্ছলতার কারণে সময়মতো ঔষধ খাওয়ানো যাচ্ছেনা।

তিনি আরও বলেন, বর্তমানে চিকিৎসক তাদের বিভিন্ন চেকাপ করাতে বলেছেন যেগুলো করতে অনেক টাকার দরকার। যা তাদের পক্ষে অসম্ভব। এতো টাকা কোথায় পাবো। মেয়ে দুটি যদি সুস্থ না হয়, তাহলে আমরা মারা গেলে তাদেরকে কে দেখবে? মা হিসাবে তাদের এ অবস্থা আর সইতে পারছেন না। তাইতো নিজেরা খেয়ে না খেয়ে তাদেরকে যেটুকু পারি ঔষধ কিনে দিচ্ছেন বলে জানান। হতভাগা দরিদ্র পিতা আব্দুর রশিদ জানান, তাদের উন্নত চিকিৎসা করানো সামর্থ্য তাদের নেই।এই অবস্থায় তিনি তার দুই সন্তানের সুচিকিৎসার জন্য সরকারসহ সমাজের বিত্তবানদের কাছে সহায়তার কামনা করছেন। নাবালক প্রতিবন্ধী শিশু দুটিকে সহায়তা করার জন্য ০১৭৫৮-৪৩৩০৫১ নম্বরে যোগাযোগের জন্যও অনুরোধ করেন তিনি।

এনিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামিমা শারমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি অবগত নন। তবে প্রতিবন্ধী হয়ে থাকলে অবশ্যই ভাতার কার্ড পাবেন বলেও দাবী করেন তিনি।

মিজানুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here