গাজীপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

0
209

Gazipur Picture -01

গাজীপুরে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক এক সমাবেশ রবিবার গাজীপুর মহানগরীর পূবাইল মিরেরবাজার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয়। জয়দেবপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম, পিপিএম (বার)। সিনিয়র সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ রাসেল শেখ, জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা, ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিশ, বজলুর রহমান বাছির, আওয়ামীলীগ নেতা জাহিদ আল মামুন, মুক্তিযোদ্ধা আলী হোসেন মাস্টার, শাহাবুদ্দিন কমান্ডার, যুবলীগ নেতা আমজাদ হোসেন প্রমুখ।

এদিকে একই দিন গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে বাসন, গাছা, কোনাবাড়ি, কাশিমপুর, পুবাইল, কাউলতিয়া, টঙ্গীসহ ৮টি সাংগঠনিক থানা ইউনিট এবং তিনটি কলেজে একযোগে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী পৃথক সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ, সহসভাপতি নাজমুল আহসান জুয়েল, ছাত্রলীগ নেতা নাজমুল করিম, মশিউর রহমান সায়মন, আশিকুর রহমান আশিক, সায়মন সরকার, দেওয়ান মনির, শাহাদাৎ হোসেন, আঃ হামিদ, তানভীর, সারোয়ার সরকার, মেহেদী হাসান নাহিদ, মারিফ দর্জি, কানন মোল্লা, মশিউর রহমান সরকার, কাজী মঞ্জুর, রেজাউল করিম, সজিব হোসেন সবুজ প্রমুখ।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here