রায়পুরায় ট্রলার ডুবে ৯ জনের মৃত্যু, নিখোঁজ ১৭

0
0

রায়পুরায় ট্রলার ডুবে ৯ জনের মৃত্যু, নিখোঁজ ১৭নরসিংদীর রায়পুরা উপজেলায় আড়িয়াল খাঁ নদে (স্থানীয়রা পাহাড়িকা নদী বলে) ট্রলার ডুবে কয়েকটি শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৭ জন। শনিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার জঙ্গিশিবপুর গ্রামে আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে।

আটজনের মৃত্যুর কথা নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর আদমজি কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মিয়া জানান, নরসিংদীর বেলাব উপজেলার দেওয়ানের চর গ্রামের কজর অালীর স্ত্রী মালদারের নেছা (৭০), একই গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে ইয়াছিন মিয়া, রায়পুরা উপজেলার বারৈচা এলাকার রবিউল্লাহ মিয়ার মেয়ে সুমাইয়া (৫), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে রাকিব (১০), মিলন মিয়ার মেয়ে মরজিয়া অাক্তার (৩), সুন্দর অালীর মেয়ে জেরিন, অাক্তার মিয়ার ছেলে সম্রাট ও রায়পুরার চর মরজাল গ্রামের মিয়া বক্সের মেয়ে ফুলেছা (৫০)।

এছাড়া মালা নামে আরো একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেলেও এ ব্যাপারে নিশ্চিত নন ওই র‌্যাব কর্মকর্তা। স্থানীয়রা জানায়, জঙ্গিশিবপুর গ্রামের ৬০/৭০ জন ট্রলারে করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গণি শাহের মাজারে ওরসে যোগ দিতে যাচ্ছিলেন। হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়।

নরসিংদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক মহসীন প্রধান ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার উদ্দিন সরকার জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here