প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে এ্যাওয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন কোহলি

0
428

বিরাট কোহলির অনন্য রেকর্ডনর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। কোহলির ২০০ রানের পাশাপাশি রবিচন্দ্রন আশ^ীনের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির (১১৩) উপর ভর করে ভারত ৮ উইকেটে ৫৬৬ রানের বিশাল স্কোর সংগ্রহ করেছে।

পরিসংখ্যানের দিকে থেকে কোহলির ডাবল সেঞ্চুরিটি বেশ কিছু রেকর্ডের জন্ম দিয়েছে :
-এমএকে পাতৌদি (২০৩*), সুনীল গাভাস্কার (২০৫), শচীন টেন্ডুলকার (২১৭) ও মাহেন্দ্র সিং ধোনীর (২২৪) পরে এটা কোন ভারতীয় অধিনায়ক হিসেবে পঞ্চম ডাবল সেঞ্চুরি।

-ঘরের বাইরে এটাই কোন ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ স্কোর। এর আগে ১৯৯০ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে আজহারউদ্দিনের করা ১৯২ রানই সর্বোচ্চ ছিল।

-প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা কোহলির সর্বোচ্চ রান। এর আগে ২০০৮ সালে দিল্লীতে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লি: এর বিপক্ষে দিল্লীর হয়ে তিনি ১৯৭ রান করেছিলেন। এছাড়া ২০১৪ সালে এমসিজিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ১৬৯ রান করেছিলেন যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল।

– ওয়েস্ট ইন্ডিজের কোন অধিনায়কের প্রথম ইনিংসে এটাই সর্বোচ্চ রান। ২০০৮ সালে কিংস্টোনে রিকি পন্টিং করেছিলেন ১৫৮ রান।

-নর্থ সাউন্ডে এটাই কোন খেলোয়াড়ের সর্বোচ্চ রান। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রিস গেইল করেছিলেন ১৫০ রান।

-১৯৭৮ সালে সুনীল গাভাস্কারের করা ২০৫ রানের পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটাই কোন ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ রান।

-১৯৫৪ সালে কিংস্টোনে লেন হুটনের করা ২০৫ ও ১৯৬৫ সালে ব্রিসটাউনে বব সিম্পসনের করা ২০১ রানের পরে সফরকারী কোন অধিনায়কের এটাই সর্বোচ্চ রান।

-দিলীপ সারদেসাই (২১২), সুনীল গাভাস্কার (২০৫), নভোজত সিং সিধু (২০১) ও ওয়াসিম জাফরের (২১২) পরে এটাই কোন ভারতীয়র ওয়েস্ট ইন্ডিজের ডাবল সেঞ্চুরির রেকর্ড।

-২০০৬ সালে সেন্ট জনসে ওয়াসিম জাফরের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে উপ-মহাদেশের বাইরে এটাই প্রথম ডাবল সেঞ্চুরি।

– যেকোন ধরনের ফর্মেটে কোহলির এটাই সর্বোচ্চ রান। এর আগে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় ওয়ানডেতে তিনি ১৮৩ রান সংগ্রহ করেছিলেন।

ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান :

খেলোয়াড়             স্কোর    বিপক্ষ দল     ভেন্যু    শুরুর তারিখ            ফলাফল
এমএস ধোনী          ২২৪    অস্ট্রেলিয়া     চেন্নাই   ২২ ফেব্রুয়ারি, ২০১৩   জয়
শচীন টেন্ডুলকার    ২১৭  নিউজিল্যান্ড অকল্যান্ড ২৯ অক্টোবর, ১৯৯৯        ড্র
সুনীল গাভাস্কার       ২০৫ ওয়েস্ট ইন্ডিজ    মুম্বাই       ১ ডিসের্ম্ব, ১৯৭৮        ড্র
এমএকে পাতৌদি     ২০৩* ইংল্যান্ড         দিল্লী ৮ ফেব্রুয়ারি, ১৯৬৪         ড্র
বিরাট কোহলি         ২০০ ওয়েস্ট ইন্ডিজ   নর্থ সাউন্ড ২১ জুলাই, ২০১৬
আজহারউদ্দিন        ১৯২ নিউজিল্যান্ড অকল্যান্ড ২২ ফেব্রুয়ারি, ১৯৯০      ড্র
গুনীল গাভাস্কার      ১৮২* ওয়েস্ট ইন্ডিজ কলকাতা ২৯ ডিসেম্বর, ১৯৭৮       ড্র
আজহারউদ্দিন        ১৮২ ইংল্যান্ড কলকাতা ২৯ জানুয়ারি, ১৯৯৩              জয়
আজহারউদ্দিন       ১৭৯ ইংল্যান্ড ম্যানচেস্টার ৯ আগস্ট, ১৯৯০                  ড্র
গুনীল গাভাস্কার      ১৭২ ইংল্যান্ড ব্যাঙ্গালোর ৯ ডিসেম্বর, ১৯৮১                  ড্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here