প্রথমবারের মতো আকাশে পাখা মেললো ফেসবুকের বিমান অ্যাকুইলা

0
339

আকাশে উড়লো ফেসবুকের বিমান-5ঘোষণা আগেই ছিল। প্রথমবারের মতো আকাশে পাখা মেললো অ্যাকুইলা। হ্যাঁ, ফেসবুকের বিমান অ্যাকুইলা। সারাবিশ্বে ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকায় ইন্টারনেট সেবা দিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সৌরশক্তিচালিত বিমান নিয়ে পরীক্ষা চালাচ্ছেন।

অ্যাকুইলা এমনই একটি বিমান। প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ওড়ানো হয় এটি। এর বেশ কিছু ছবি মার্ক জুকারবার্গ তার ফেসবুক পেজে আপলোড করেছেন। ইঞ্জিনটিতেও লাগানো আছে ক্যামেরাও। যা থেকে তোলা কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।

সূর্যোদয়ের সময় এই পরীক্ষা চালানো হয়েছে বলে ক্যাপশনে লিখেছেন জুকারবার্গ। তিনি বলছেন, এ পরীক্ষা সফল হয়েছে। ফেসবুকের কানেকটিভিটি ল্যাব নামের একটি বিভাগ অ্যাকুইলা বিমানটি নিয়ে কাজ করছে। বিমানটি আকাশ থেকে লেজার প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিতে পারে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ইউমা অঞ্চলে বিমানটিকে ৩০ মিনিটের জন্য পরীক্ষামূলকভাবে ওড়ানোর কথা থাকলেও পরে তা ৯৬ মিনিট পর্যন্ত ওড়ানো হয়েছে। বিমানটির পাখা বোয়িং ৭৩৭ বিমানের পাখার চেয়েও প্রশস্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here