লাশ হয়েই ফিরলো শিশু সাব্বির

0
236

লাশ হয়েই ফিরলো শিশু সাব্বির

রাজধানীর মিরপুরে পয়োনালায় পড়ে যাওয়া শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।শিশুটির নাম জুনায়েদ হোসেন ওরফে সাব্বির (৫)। তার বাবা আমির হোসেন। তিনি পেশায় কাভার্ড ভ্যানের চালক।জুনায়েদ মা-বাবার সঙ্গে মিরপুর কমার্স কলেজের পেছনে রূপালী হাউজিং-সংলগ্ন বস্তিতে থাকত।বৃহস্পতিবার বিকেলে মিরপুর কমার্স কলেজের পেছনের পয়োনালায় জুনায়েদ পড়ে যায়। চার ফুটের মতো প্রস্থের খোলা এই নালাটি সাভারের তুরাগ নদের সঙ্গে মিলেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গতকাল উদ্ধার অভিযান শুরু করেন।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে কমার্স কলেজের পেছনের ৬ নম্বর সড়ক-সংলগ্ন খালে শিশুটির লাশ পাওয়া যায়।এর আগে গত ১৩ জুলাই রাতে মহাখালীর দক্ষিণ পাড়ায় একটি পয়োনালায় পড়ে যায় পাঁচ বছরের শিশু সানজিদা আক্তার। পরদিন নালাটি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুর রহমান জানান, স্যুয়ারেজের খালের পাশে ঘর তুলে সেখানে বসবাস করে সাব্বিরের পরিবার। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হালকা বৃষ্টির মধ্যে সে খালপাড়ে খেলছিল। হঠাৎ তার নানা শিশুটিকে না দেখে ধারণা করেন, সে খালে পড়ে গেছে। বাচ্চাটিকে কেউ পড়ে যেতে না দেখায় তারা আশপাশে খোঁজ করেন। তারপরও না পেয়ে রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেন।এরপর বৃহস্পতিবার ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা বাতি নিয়ে ওই নালায় তল্লাশি চালান। তাকে না পাওয়ায় শুক্রবার সকাল ৭টা থেকে পাঁচজন ডুবুরি আবারও তল্লাশি শুরু করেন।আতিকুর রহমান বলেন, বৃষ্টির কারণে নালায় কিছুটা ¯্রােত ছিল। ঘটনাস্থল থেকে খানিকটা দূরে ময়লা আবর্জনার একটি স্তূপ তৈরি হয়েছিল। সেই ময়লা পরিষ্কার করার পর সেখানে বাচ্চাটাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here