দেশে বিএনপি কোনো অস্তিত্ব নেই: এরশাদ

0
186

দেশে বিএনপি কোনো অস্তিত্ব নেই এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছরের কারাদন্ড দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের পর রাস্তায় দশ জন মানুষও নামেনি। এ ঘটনা এটাই প্রমান করে, দেশে বিএনপির কোনো অস্তিত্ব নেই। তাই আগামী নির্বাচনে লড়াই হবে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মধ্যে। এবং সে নির্বাচনে জাতীয় পার্টিই ক্ষমতায় আসবে।জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, বাংলাদেশে আইএস বা জঙ্গি নেই। স্থানীয় কিছু বিপথগামী ছেলেরা সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে। এসব নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের নান্দুস পার্টি হলে দেওয়া এক সংবর্ধনায় এসব কথা বলেন এরশাদ। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি এরশাদের সম্মানে ওই সংবর্ধনার আয়োজন করে।জাপা চেয়ারম্যানের ভাষ্য, বাংলাদেশে বিএনপির কোনো অস্তিত্ব নেই। মানি লন্ডারিং মামলায় হাইকোর্টের রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা হওয়ার পর ১০ জন মানুষ নিয়েও দলটি রাস্তায় নামতে পারেনি।এরশাদ বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে নির্বাচন হবে। ওই নির্বাচনে জাতীয় পার্টিই ক্ষমতায় আসবে বলে তাঁর দাবি।

জাপা চেয়ারম্যান বলেন, দেশের বর্তমান সংকটময় সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তিনি জাতীয় ঐক্যের প্রস্তাব দিয়েছেন। তাঁর কথা প্রধানমন্ত্রী রাখবেন বলে আশাবাদী তিনি।বর্তমান জঙ্গি পরিস্থিতি সামাল দিতে শেখ হাসিনা সক্ষম বলে উল্লেখ করেন এরশাদ। প্রবাসীদের শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, দেশ রক্ষায়, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সবাই সহযোগিতা করব।

এরশাদের ভাষ্য, তাঁর আমলে দেশে সংখ্যালঘুরা নিরাপদ ছিল। আর তিনি ছিলেন অসাম্প্রদায়িক। জাতীয় পার্টি ক্ষমতায় এলে হিন্দুরা আরও নিরাপদ থাকবে।সংবর্ধনায় উপস্থিত লোকজন এরশাদের কাছে তাঁর কবিতা শোনার আগ্রহ প্রকাশ করেন। জবাবে এরশাদ তাঁর কবিতার অ্যালবাম থেকে তা শুনে নিতে বলেন।এরশাদ বলেন, আমার সময় বাংলাদেশের হিন্দুরা নিরাপদে ছিলেন, আমি ছিলাম অসাম্প্রদায়িক। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে তারা আরো নিরাপদ থাকবে। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থতিতে আমি সংসদে জাতীয় ঐক্যের প্রস্তাব দিয়েছি। আশা করি শেখ হাসিনা আমার কথা রাখবেন।

বর্তমান সংকটে প্রবাসীদের শেখ হাসিনার পাশে থাকার কথা বলেন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে তাদের জন্য নানা উদ্যোগ নেয়ার শেখ হাসিনার প্রশংসা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, নাসরিন জাহান রতœা এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, দলের কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আকতার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

এছাড়াও স্থানীয় জাতীয় পার্টির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি লিয়াকত আলী, প্রধান সমন্নয়কারী আব্দুর নূর বড় ভুঁইয়া, উপদেষ্টা মাহবুবুর রহমান, সহ-সভাপতি হারিছ চৌধুরী, সহ-সভাপতি মাহবুবুর রহমান অনিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. লুৎফুর রহমান, জাপা নেতা আলতাফ হোসেন, আশেক বারী টুটুল, যুব সংহতির সভাপতি শাজাহান সাজু ও সিটি কমিটির সভাপতি শুভঙ্কর গাঙ্গুলি প্রমুখ। গত ১৮ জুলাই একটি প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্র আসেন এরশাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here