তুরস্কের পদক্ষেপ অগ্রহণযোগ্য: ইইউ

0
214

তুরস্কের পদক্ষেপ অগ্রহণযোগ্য ইইউ

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং গণমাধ্যমের বিরুদ্ধে দেশটির সরকারের নেওয়া পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।এক বিবৃতিতে ইইউ-এর জ্যেষ্ঠ প্রতিনিধি ফেদেরিকা মোগরিনি এবং কমিশনার জোহানেস হান বলেন, তুরস্কে জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে তারা ভীষণ উদ্বিগ্ন।বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের পদক্ষেপ তুরস্কের নেতৃত্বকে আরো কর্তৃত্ববাদী করে তুলবে।

ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জেরে দেশটিতে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয়েছে।ইইউ-এর এই দুই শীর্ষ কর্মকর্তা তুর্কি প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানকে আইনের শাসন, মানবাধিকার এবং জনগণের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

তুরস্ক ইউরোপীয় মানবাধিকার কনভেনশন স্থগিত করার সিদ্ধান্তের বিষয়েও তারা সতর্ক করেন।এর আগে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার তুরস্কের প্রতি অভ্যুত্থান প্রচেষ্টার প্রতিক্রিয়ায় অনুভূতিসম্পন্ন আচরণের আহ্বান জানিয়েছেন।ফ্রান্সও তুরস্কের এই ধরনের সিদ্ধান্তের ব্যাপারে উচ্চকণ্ঠ হয়েছিল। কিন্তু ততোধিক উচ্চকণ্ঠে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে নিজের চরকায় তেল দিতে বলেছেন।

গেল শুক্রবার রাতে তুর্কি সামরিক বাহিনীর একটি অংশ ক্ষমতা থেকে এরদোয়ানকে উৎখাতের চেষ্টায় বিদ্রোহ করে। কিন্তু সামরিক বাহিনীর সব অংশ সমভাবে সাড়া না দেওয়ার পাশাপাশি এরদোয়ান ও তার সহকর্মীদের তড়িৎ পদক্ষেপে অভ্যুত্থান ব্যর্থ হয়।বুধবার রাজধানী আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে নিজের মন্ত্রিসভাকে সামনে রেখে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ঘোষণায় এরদোয়ান জরুরি অবস্থা ঘোষণা করেন।তিন মাসের এই জরুরি অবস্থাকালে সশস্ত্র বাহিনীর মধ্যে থাকা সকল ভাইরাস পরিষ্কার করার কথা জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here