তিন স্তরে বিভক্ত হয়ে সারা দেশে কার্যক্রম চালাচ্ছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি)সদস্যরা।স্তরগুলো হচ্ছে- অপারেশন,সামরিক ও প্রশিক্ষণ। এ সংগঠনের প্রতিটি সদস্য অস্ত্র ও গোলাবারুদ চালানোতে পারদর্শী।এজন্য তাদের রয়েছে বিশেষ প্রশিক্ষণও। প্রশিক্ষণ দেয়া হয় চট্টগ্রামসহ দেশের গহিন পাহাড়ি এলাকায় ও চরাঞ্চলে । ওই স্থানের ঠিকানা জানে না নতুন সদস্যরা। নতুন সদস্যদের রাতের আঁধারে চোখ বেঁধে ওই ট্রেনিং ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এখানে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি প্রশিক্ষণ দেয়া হয় বোমা তৈরির। প্রশিক্ষণ চলাকালীন গহিন পাহাড়েই হয় থাকা-খাওয়ার সব ব্যবস্থা। প্রশিক্ষণপ্রাপ্তরা ছোট ছোট গ্র“পে বিভক্ত হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। তারা যেখানে যায় সেখানে ছদ্মবেশে অবস্থান নিয়ে সংগঠনের প্রতি সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণের কাজ করে। চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেফতার এবিটির পাঁচ সদস্য জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এমনকি গেল বছর ঢাকার হোসনি দালানে সংঘটিত হামলার সঙ্গেও এবিটি সদস্যরা জড়িত থাকতে পারে বলেও পুলিশ মনে করছে। সীতাকুন্ডের গহিন পাহাড়েই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান প্রশিক্ষণ ঘাঁটি রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম থেকেই এবিটির সব কার্যক্রম নিয়ন্ত্রণ হচ্ছে বলে মনে করছে পুলিশ।
এদিকে,গুলশান হামলার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থের জোগানদাতাদের অনেককে চিহ্নিত করা সম্ভব হয়েছে। বলা হচ্ছে, তারা দুটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। ইতিমধ্যে এদের কানেকশনের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যথেষ্ট তথ্যপ্রমাণও এসেছে। শিগগির এ বিষয়ে সংবাদ সম্মেলন করে জনসাধারণকে বিস্তারিত তথ্য জানানো হবে। এর আগে চিহ্নিত ব্যক্তিরা গ্রেফতার হতে পারেন। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ।পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এমন তথ্য নিশ্চিত করেন। এছাড়া এ তথ্যের সত্যতা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একই ইঙ্গিত দেন। মুঠোফোনে তিনি প্রতিবেদককে বলেন, হামলার নেপথ্যে যে দুটি রাজনৈতিক দলের যেসব নেতা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। হামলার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশন্যাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলার নেপথ্যে যারা জড়িত তাদের অল্প সময়ের মধ্যেই আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্রকারীরা এ হামলার নেপথ্যে রয়েছে। এদের অনেককে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাদের বিষয়ে প্রাপ্ত তথ্য-উপাত্ত এখন যাচাই-বাছাই করা হচ্ছে।গুলশান হামলার তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের কয়েকজন ক বলেন, তারা এ ঘটনায় প্রাপ্ত তথ্য-প্রমাণ দেখে রীতিমতো হতবাক হয়েছেন। এর পেছনে রাজনৈতিক দলের নেতারা জড়িত থাকতে পারেন এমন ধারণা নিয়ে তারা তদন্ত শুরু করেননি। কিন্তু যত সময় যাচ্ছে ততই তারা বিস্মিত হচ্ছেন। তবে তদন্তের স্বার্থে এখন তারা এ বিষয়ে কোনো কিছুই বলবেন না। শুধু এটুকু বলতে পারেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনায় একেবারে নেপথ্যের নাটাই ছিল রাজনৈতিক নেতাদের হাতে। যারা সন্তর্পণে খুব দূর থেকে কলকাঠি নেড়েছেন। এদের সঙ্গে এই সমাজের আরও বেশ কিছু লিংক রয়েছে। যাদের সঙ্গে রয়েছে দেশী ও বিদেশী কয়েকটি শক্তিশালী চক্র। এরাই মূলত একযোগে এ দুটি হামলায় নেপথ্যে কাজ করেছে। তাদের হাতে আরও হামলার ছক ছিল। কিন্তু যাদের দিয়ে পরবর্তী হামলাগুলো করানোর পরিকল্পনা ছিল তাদের অনেকে এখন গোয়েন্দা জালে ধরা পড়েছে।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি প্রধানমন্ত্রীও এক অনুষ্ঠানে বলেছেন, তদন্তে যা পাওয়া যাচ্ছে তা শুনে তাজ্জব বনে যেতে হয়। গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী আরও বলেন, জড়িতদের খুঁজে বের করা কঠিন হবে না। এটি শুধু সময়ের ব্যাপার মাত্র। সবাইকে ধরে আমরা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারব।এদিকে গোয়েন্দা কর্মকর্তাদের কয়েকজন জানান, গুলশান ও শোলাকিয়া হামলার পর আটককৃত বিভিন্ন স্তরের জঙ্গিদের কাছ থেকে পাওয়া যায় পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থের জোগানদাতাদের নামধাম। এদের কেউ কেউ দেশেই আছেন। এরা দেশে ও বিদেশে একাধিক বৈঠক করে গুলশানে বিদেশী হত্যার নিষ্ঠুর পরিকল্পনা করে। এ হামলায় নেপথ্যে যারা কাজ করেছেন তাদের অন্তত একজনের বিষয়ে অকাট্য প্রমাণ রয়েছে। সূত্রটি জানায়, হামলার নেপথ্যে বিদেশী লিংকগুলো কিভাবে যুক্ত হয়ে ভূমিকা রেখেছে আইনশৃংখলা বাহিনী সে বিষয়গুলোও এখন খতিয়ে দেখছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, এ হামলার পেছনে ধাপে ধাপে কয়েকটি স্তর কাজ করেছে। ক্ষেত্রবিশেষে এমনও তথ্য পাওয়া যাচ্ছে, এক স্তর অপর স্তরকে চেনে না। তাই কোন কোন স্তরে কে কিভাবে ভূমিকা রেখেছে সেগুলো আরও যাচাই-বাছাই করা হচ্ছে। ইতিমধ্যে প্রথম স্তরে যেসব রাজনৈতিক কানেকশন সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেছে তাদের গতিবিধি গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে আনা হয়েছে। একজন কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয় রাজনৈতিক ব্যক্তিরা কেন এ ধরনের জঘন্যতম অপরাধে নিজেদের জড়াবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ হামলার পেছনেই রয়েছে রাজনীতি। তাই সংশ্লিষ্টরা মূলত সরকার পতনের টার্গেট নিয়ে এ ধরনের হামলার ব্লপ্রিন্ট করে। আর ঢাল হিসেবে ব্যবহার করা হয় কাটআউট পদ্ধতিতে প্রস্তুত করা এসব দেশীয় জঙ্গি সন্ত্রাসীদের। এজন্য অনেক আগে থেকে অঢেল অর্থ ব্যয় করা হয়। বিশেষ করে জামায়াতে ইসলামীর নীলনকশার অংশ হিসেবে তৃতীয় পক্ষ এ হামলায় যুক্ত হয়েছে। তিনি জানান, দেশে যেসব নিষিদ্ধ জঙ্গি সংগঠন গড়ে উঠেছে এর পেছনেও রয়েছে জামায়াত। দলটি তাদের সন্ত্রাসী ফোর্স হিসেবে বিভিন্ন নামে দূর থেকে এসব সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে। যে কারণে গুলশান হামলায় এই প্রথম তারা তিনটি জঙ্গি সংগঠনকে একীভূত করে হামলা চালায়। এরা হল জেএমবি, এবিটি ও হিজবুত তাহরির।
গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, গুলশান হামলার ঘটনায় গোয়েন্দাদের কাছে নতুন আরও কিছু তথ্য আসছে, যা অনেকটা পিলে চমকানো তথ্য বলে দাবি করা হচ্ছে। তারা বলছেন, কথিত খেলাফতের রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে মগজ ধোলাই করা জঙ্গিদের হামলায় নিয়োগ করা হয়। এই নিয়োগের পেছনেও কাজ করেছে ক্ষমতার রাজনীতি ও দুটি রাজনৈতিক দলের কিছু বিপথগামী সদস্য। জামায়াত ছাড়া অপর রাজনৈতিক দলটি জামায়াতের আশ্রয় ও প্রশ্রয়দাতা হিসেবে পরিচিত।নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, হামলার পর আটক জঙ্গি সদস্য, প্রশিক্ষক, নিচের সারির পরিকল্পনাকারী ও নির্দেশকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া যায়। তারা স্বীকার করেছে, প্রতিটি ধাপেই বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়। আর তাদের ওপরে রয়েছে মূল পরিকল্পনাকারী ও রাজনৈতিক কানেকশন।
এদিকে, গুলশান হামলার পর আটক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসানাত রেজা করিমের কাছ থেকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। এ শিক্ষককের তথ্যেও বিভিন্ন ধাপে হামলার ছক জানা যায়। হাসানাতের সঙ্গে বিভিন্ন জনের কানেকশন খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে সরকারের একটি সংস্থা তার তথ্যের ভিত্তিতে গুলশান হামলার নেপথ্যের মাস্টারমাইন্ডদের শনাক্ত করে। এদেরই বলা হচ্ছে ‘মদদদাতা’। হাসানাতের তথ্যে আরও জানা গেছে, গুলশান হামলার আগে থেকেই টিভি পর্দায় সুবিধাভোগী গোষ্ঠী চোখ রাখে। তারা অপেক্ষা করছিলেন, কখন ঘটনাটি মিডিয়ায় আসবে। এ গোষ্ঠীর একটি সূত্রের সঙ্গে হাসানাতের লিংক ছিল। ঘটনা ঘটার পরপরই হাসানাত সেই সূত্রকে বিশেষ অ্যাপসের মাধ্যমে জানিয়ে দেয়। এই হাসানাতের সঙ্গে কারাবন্দি কয়েকজন শিক্ষকেরও সম্পর্ক পাওয়া যায়। যারা বহু আগ থেকে জঙ্গিবাদের হোতা হিসেবে কালো তালিকাভুক্ত।
এদিকে, সীতাকুন্ড থানার এক পুলিশ কর্মকর্তা বলেছেন, আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে গ্রেফতারের পর তাদের নেটওয়ার্ক আবিষ্কারের চেষ্টা চলছে। কোথায় তাদের প্রশিক্ষণ ঘাঁটি রয়েছে, কোথায় তাদের অস্ত্র-গোলাবারুদ মজুদ রয়েছে এবং এ সংগঠনের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এজন্য গ্রেফতার পাঁচ সদস্যের মধ্যে চারজনকে পরপর তিন দফায় রিমান্ডে এনে সীতাকুন্ড থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। গত বুধবার থেকে এ চারজনকে আবার ৫ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আনসারুল্লাহ বাংলা টিমের গ্রেফতার পাঁচ সদস্য হচ্ছে- মো. শিপন ওরফে ফয়সাল, খোরশেদ আলম, রাসেল মো. ইসলাম, মুসয়াব ইবনে উমায়ের ও মানিক।এদের মধ্যে চারজনকে ১১ জুলাই সীতাকুন্ড থানাধীন বাড়বকু- বাজার এলাকার একটি মুরগির ফার্ম থেকে পুলিশ গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ল্যাপটপ, ট্যাবসহ বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। ল্যাপটপ থেকে উদ্ধার করা হয় সীতাকু-ে রাষ্ট্রায়ত্ত কেমিক্যাল কারখানা ও বিদেশীদের ওপর হামলার ছক। তাদের দেয়া তথ্য অনুযায়ী ফটিকছড়ির বাবুনগর এলাকা থেকে এ সংগঠনের আরেক সদস্য তৌহিদুল আলম মানিককে পুলিশ গ্রেফতার করে। মানিক গ্রেফতারের দিনেই এবিটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
১৪ জুলাই আদালতে এবিটি সদস্য মানিকের ১৬৪ ধারায় প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দির উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, ‘চট্টগ্রামের গহিন পাহাড়ি এলাকায় আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্যদের প্রশিক্ষণ চলে। পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়ার সময় এবিটি সদস্যদের চোখ বেঁধে ফেলা হয় ‘বড় ভাই’-এর নির্দেশে। গভীর রাতে চলে এ প্রশিক্ষণ। মানিক আরও বলেন, সারা দেশে তিনটি স্তরে চলে এবিটির কার্যক্রম। স্তরগুলো হচ্ছে- অপারেশন, সামরিক ও প্রশিক্ষণ। মানিক অপারেশন টিমের সদস্য। সামরিক টিমের সদস্যদের কাজ অর্থ ও অস্ত্র সংগ্রহ করা। অন্য স্তরগুলোতে কারা জড়িত থাকে তাদের সম্পর্কে জানতে দেয়া হয় না বলেও জানিয়েছেন মানিক। জবানবন্দিতে মানিক আরও জানান, বিভিন্ন ওয়াজ মাহফিল ও ফেসবুক যোগাযোগের মাধ্যমে তিনি এবিটির সঙ্গে জড়িয়ে পড়েন। ইসলামবিরোধীদের ওপর হামলা ও তাদের নিঃশেষ করা গেলে সহজে জান্নাত পাওয়া যাবে- এমন ধারণা ও প্রলোভনে তিনি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন। চট্টগ্রামে অবস্থানরত বিদেশী ও নিরাপত্তা সংস্থার লোকজনের ওপর হামলার পরিকল্পনা ছিল তার।
২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে পুরান ঢাকার হোসনি দালানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় বেশ ক’জন হতাহতের ঘটনাও ঘটে। হোসনি দালানে বোমা হামলার পরপরই আইএসের নামে দায় স্বীকার করে ছয়টি সাইটে টুইট বার্তা আপলোড করা হয়। তা চট্টগ্রামের হাটহাজারীতে বসে করা হয়েছে বলে ওই সময় তথ্য পায় গোয়েন্দা সংস্থা। ওই সময় সাইটে আপলোডকারী দু’জনের নামও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়। এরা হচ্ছেন মুসয়াব ইবনে উমায়ের ও আবদুল্লাহ আল নোমান। হিন্দু ধর্ম ত্যাগ করে মুসয়াব ইবনে উমায়ের নাম ধারণ এবং এবিটির সঙ্গে যুক্ত হন চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহারার অরুণ কান্তি দাশের ছেলে।
আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সীতাকুন্ড কমান্ডার আবদুল্লাহ আল রাজিবকে নরসিংদী থেকে পুলিশ আটক করেছে বলে গুঞ্জন উঠেছে। নরসিংদীতে আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ রাজিবকে আটক করার পর তাকে ঢাকায় এনে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।