গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)তে শুক্রবার ৩য় মেকানিকেল এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমসিই) বিষয়ক জাতীয় ফেস্ট ‘মেক্সেলারেশন-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় ফেস্টে লাইন ফলোয়ার রোবট কম্পিটিশন, ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াড, প্রজেক্ট প্রেজেন্টেশন, পোষ্টার প্রেজেন্টেশন, সাধারন জ্ঞান কুইজ ও বিজনেস আইডিয়া বিষয়ক প্রতিযোগিতা ছিল।
ঢাকাস্থ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইয়ান উইরানাতা আতমাজ্জা এ প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইইউটি’র উপাচার্য ডঃ মুনাজ আহমেদ নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত ”মেক্সেলারেশন” উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের ডিরেক্টর সামির আল রাশিদ ও আয়োজক কমিটির সভাপতি মাইনুর রহমান মাহি।
দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগীতায় আইইউটি, বুয়েট, কুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ডুয়েট, মিলিটারী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, ব্র্যাক ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫শ’র বেশী শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
পণ্যের বাজারজাতকরণ কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে ভবিষ্যতে এদের প্রসার সম্পর্কে ধারনা শেয়ার করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানান।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥