সাসেক্সেও ‘৯০’ মুস্তাফিজের

0
0

সাসেক্সেও ‘৯০’ মুস্তাফিজেরলিওনেল মেসির যেমন ১০, ক্রিস্টিয়ানো রোনালদোর তেমনি ৭। যে দলের হয়েই খেলুন না কেন, জার্সি নম্বর দেখলেই চিনে নেওয়া যায় এ সময়ের সেরা দুই ফুটবলারকে। ফুটবলের মতো ক্রিকেটেও ক্রমেই খেলোয়াড়দের ট্রেডমার্কে পরিণত হচ্ছে জার্সি নম্বর। ক্রিস গেইল ও মহেন্দ্র সিং ধোনিকে যেমন সব সময়ই খেলতে দেখা যায় ৩৩৩ ও ৭ নম্বর জার্সি গায়ে। বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গেও তেমনি জড়িয়ে যাচ্ছে ‘৯০’ নম্বরটি। ইংল্যান্ডের ক্লাব সাসেক্সেও মুস্তাফিজকে খেলতে দেখা যাবে এই ৯০ নম্বর জার্সি গায়ে।

২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো ৯০ নম্বর জার্সি গায়ে দেখা গিয়েছিল মুস্তাফিজকে। পরের বছর জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময়ও ফিজের জার্সিতে লেখা হয়েছিল ‘৯০’। প্রথমবারের মতো ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএলে খেলতে গিয়েও মুস্তাফিজ পেয়েছিলেন ৯০ নম্বর জার্সি। এবার ইংল্যান্ডের ক্লাব সাসেক্সে গিয়েও এই ‘৯০’ নম্বরটি সঙ্গী হয়েছে ফিজের।

প্রথমবারের মতো কাউন্টি ক্রিকেটে খেলার জন্য গতকাল বুধবার ইংল্যান্ডে পৌঁছেছেন মুস্তাফিজ। বাংলাদেশের এই প্রতিভাবান পেসারের জন্য সবকিছু আগে থেকেই সাজিয়ে রেখেছিল সাসেক্স। প্রস্তুত ছিল তাঁর লকার রুম ও ৯০ নম্বর জার্সি। মুস্তাফিজের সেই ছবিগুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে সাসেক্স।

আজ রাতে এসেক্সের বিপক্ষে ম্যাচ দিয়েই কাউন্টি ক্রিকেটে অভিষেক হয়ে যাবে মুস্তাফিজের। টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে গ্রুপ পর্বের সাতটি ম্যাচে খেলতে পারবেন ফিজ। সাসেক্স পরবর্তী রাউন্ডে যেতে পারবে কি না, তা নিয়ে অবশ্য সংশয় আছে। টি-টোয়েন্টি ব্লাস্টের দক্ষিণ গ্রুপের নয়টি দলের মধ্যে সাসেক্স আছে সপ্তম স্থানে। ১১ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। আর রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে সাসেক্স আছে সবার নিচে। চার ম্যাচ খেলে তারা পেয়েছে মাত্র একটি জয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here