ফেনীতে মালবাহী ট্রেন-ট্রাক সংঘর্ষ : ৮ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

0
0

21-07-16-Feni_Train Accident-4

ফেনীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় ৮ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার দিবগত রাত দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তবে এ ঘটনা কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সংশি¬ষ্ট সূত্র জানায়, ওইদিন ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। দূর্ঘটনায় মহাসড়কের উপর ট্রাকটি উল্টে পড়ে ও ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রামের সব ধরণের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আটকা পড়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি। একই সাথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লেমুয়া থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার ধরে তীব্র যানজট দেখা দেয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিকল মালবাহী ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটিকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। ফলে ফেনীর মোহাম্মদ আলী এলাকা থেকে দীর্ঘ ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। এসময় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিথা, ঢাকা মেইল ও ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন।ফেনী রেলওয়ে স্টেশন মাষ্টার মাহবুবুর রহমান জানান, লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ১০টার দিকে বিকল মালবাহী ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটিকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here