ন্যাটো ভাঙার ইঙ্গিত ট্রাম্পের

0
0

ন্যাটো ভাঙার ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি নির্বাচিত হলে ন্যাটোভুক্ত মিত্র দেশের নিরাপত্তার বাধ্যবাধকতা ছেড়ে দিতে পারে ওয়াশিংটন।সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই কথা জানান। ট্রাম্পের এই বক্তব্য জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা ও সামরিক সহযোগিতামূলক সম্পর্কে যুক্তরাষ্ট্রের নয়া সমীকরণেরই ইঙ্গিত দিচ্ছে।বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্প বলেছেন, আমি যদি নির্বাচিত হই, তবে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোভুক্ত মিত্র দেশগুলোর কেউ আক্রান্ত হলে নিরাপত্তা দেওয়ার বাধ্যবাধকতা ছেড়ে দিতে পারে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, কেউ যদি আমাদের প্রতি দায়বদ্ধতা যথাযথভাবে পালন করে তাদের জন্যই যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে।ন্যাটোর চুক্তি অনুযায়ী এই জোটভুক্ত দেশগুলোর কোনো একটি আক্রান্ত হলে তার নিরাপত্তায় এগিয়ে আসবে অন্য মিত্রগুলো। কিন্তু আক্রান্ত মিত্রের পাশে না দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে ট্রাম্প যেন সেই ন্যাটো ভাঙারই ইঙ্গিত দিলেন। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট প্র্রার্থী হিসেবে রিপাবলিকান পার্টির নির্বাচিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে। বুধবার (২০ জুলাই) বাংলাদেশ সময় সকালে বিশ্ব সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, মঙ্গলবার (১৯ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে রিপাবলিকান পার্টির কনভেনশনে ১ হাজার ২৩৭ ডেলিগেটের সমর্থনে দলটির প্রতিনিধিত্বের জন্য দেশটির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।এতে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র তার বাবাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমরা তোমাকে ভালোবাসি বাবা’।আগামী ৮ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প ডেমক্র্যাটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যিনি জয়ী হবেন, তিনিই আগামী চার বছরের জন্য হোয়াইট হাউজের গদিতে বসবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here