স্বজনদের ডিএনএ পরীক্ষার পর জঙ্গিদের মরদেহ হস্তান্তর

0
0

গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার সিসিটিভি ফুটেজরাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী নিহত জঙ্গিদের মরদেহ নিতে হলে স্বজনদের সঙ্গে সম্পর্ক নির্ণয় করেই হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থাকা ৬ জঙ্গির মরদেহ নিতে হলে তাদের পরিবার ও স্বজনদের তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। জঙ্গি ও তাদের স্বজনদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে সম্পর্ক নিশ্চিত হলেই মরদেহ হস্তান্তর করতে হবে।

বুধবার (২০ জুলাই) বিকালে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা জানান ডিএমপি’র উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত নিহত জঙ্গিদের মরদেহ নিতে আনুষ্ঠানিকভাবে তাদের স্বজনরা কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। যদি স্বজনরা মরদেহ নিতে চান তবে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে নিহতদের সঙ্গে স্বজনদের সম্পর্ক নির্ণয় করেই মরদেহ হস্তান্তর করা হবে।

গত ০১ জুলাই রাত ৯টার দিকে গুলশান আর্টিজান বেকারিতে একদল জঙ্গি সন্ত্রাসী হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। পরে যৌথবাহিনীর অভিযানে নিহত হন ওই ছয় জঙ্গি। বুধবার সকালে নিহত জঙ্গিদের মৃতদেহ থেকে রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে আনুষঙ্গিক কাজ শেষে তা কাউন্টার টেরোরিজম ইউনিটে জমা দেওয়া হয়েছে। হামলা চালানোর আগে জঙ্গিরা শক্তিবর্ধক কিছু খেয়েছিলেন কি-না কিংবা কোনো মাদক সেবন করেছিলেন কি-না সেটাও পরীক্ষা করা হবে।

ডিসি মাসুদুর রহমান বলেন, নিহত জঙ্গিদের ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আমরা আদালতে আবেদন করেছে পুলিশ। যেসব পরীক্ষা দেশের করা সম্ভব সেগুলো করা হবে। এছাড়াও অনেক পরীক্ষা দেশে করা সম্ভব নয়, সেই পরীক্ষার জন্য কিছু আলামত অন্য দেশে পাঠানো হবে।মামলার তদন্তের স্বার্থে এসব পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।

নিব্রাসের সম্পর্কে পুলিশের কাছে তথ্য থাকার পর কেনো ব্যবস্থা নেওয়া হয়নি? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত ০৯ ফেব্রুয়ারি শাহবাগ থানা এলাকায় কোনো নাশকতা হতে পারে এমন গোয়েন্দা তথ্য ছিলো। সে তথ্যের ভিত্তিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযান চালায়’।

‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশে ১০/১২ জন যুবক ছিলেন। সেখানে টের পেয়ে সবাই পালিয়ে গেলেও ৩ জনকে পুলিশ গ্রেফতার করে। তারা হলেন- রায়হান মিনহাজ, আহমেদ সাম্মুর রায়হান ও তৌহিদ বিন আহম্মেদ। তাদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য ও নাম পাওয়া যায়। সেখানে নিব্রাসের নামও ছিলো’।

‘জিজ্ঞাসাবাদ শেষে তাদের আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। গত ০৩ এপ্রিল তারা উচ্চ আদালতের জামিনে বের হয়েছেন। বর্তমানে তারা জামিনে আছেন বলেও তদন্তকারী কর্মকর্তার কাছে তথ্য আছে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here