প্রকৌশলীদের শেষবারের মতো সতর্ক করলেন মেয়র

0
0

প্রকৌশলীদের শেষবারের মতো সতর্ক করলেন মেয়রপ্রকৌশলীদের শেষবারের মতো সতর্ক করে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও গাফিলতি কোনোটাই গ্রহণযোগ্য নয়। এ বিষয়গুলো প্রকৌশলীদের স্মরণ রেখেই যার যার কর্তব্য পালন করতে হবে। নগরবাসীর প্রদেয় ট্যাক্সের টাকায় যাদের চাকরি তারা কোনো অজুহাতেই নাগরিকসেবার ক্ষেত্রে দায়িত্বে অবহেলা, দুর্নীতি বা অনিয়মে জড়াতে পারে না।যদি কেউ অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়ে তাহলে পরিণাম হবে ক্ষমার অযোগ্য অপরাধ।

বুধবার (২০ জুলাই) চসিকের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে প্রকৌশল বিভাগের সমন্বয় সভায় মেয়র এসব কথা বলেন।মেয়র বলেন, প্রকৌশল বিভাগের ওপর ৮০ ভাগ নাগরিকসেবা নির্ভর করে। নাগরিক স্বার্থে সবাইকে দায়দায়িত্ব ও দায়বদ্ধতার সাথে নিজ নিজ কার্যক্রম সম্পাদন করতে হবে। অর্থবছরের যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ডের ডিপিপি চলতি অর্থবছরের মধ্যে পেশ করে অনুমোদনের উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে সাংসদদের ৩৬৫টি প্রকল্পের বিপরীতে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়ন কার্যক্রমও অন্তর্ভুক্ত থাকবে।নতুন খাল খনন প্রকল্প, পাহাড়ের ক্ষয়রোধ প্রকল্প, নগরীর সড়ক উন্নয়ন প্রকল্প, খাল খনন প্রকল্পসহ যাবতীয় উন্নয়ন ও অবকাঠামোগত প্রকল্পের প্রাক্কলন তৈরির নির্দেশনা দিয়ে মেয়র বলেন, সব প্রকল্প টেকসই হতে হবে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ। কাউন্সিলর গোলাম মেহামাম্মদ জোবায়ের, তত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুল হক, আনোয়ার হোছাইন, নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা, আবু ছালেহ, কামরুল ইসলামসহ সব সহকারী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলীরা সভায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here