আনসার বাহিনী দিয়ে দেশের প্রতিটি গ্রাম জঙ্গী মুক্ত রাখা যাবে-আনসার মহাপরিচালক

0
0

Gazipur-(2)- 20 July 2016-Battalion Ansar Passing out-6

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান বলেছেন, দেশের মাটিতে আমরা কোন জঙ্গীকে স্থান দেবনা। আনসার বাহিনী দিয়ে দেশের প্রতিটি গ্রামকে জঙ্গিমুক্ত রাখা যাবে। দেশের প্রতিটি গ্রামে ৩২ জন মহিলা ও ৩২ জন পুরুষের সমন্বয়ে দুটি করে আনসার প্লাটুন রয়েছে। তাদেরকে যদি আনসার বাহিনীর নিজস্ব কৌশলে আরো বেশী সুসংগঠিত করা যায়, তবে প্রতিটি গ্রাম জঙ্গিমুক্ত রাখা যাবে। গ্রাম থেকে জঙ্গী তৎপরতা নির্মূল করা গেলেই পুরো দেশ থেকে জঙ্গী তৎপরতা নির্মূল করা সম্ভব। তারা যদি জঙ্গি-তৎপরতার খবর আমাদের জানায়, তাহলে আমরা কার্যকরী ব্যবস্থা নেব। তাই গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সুসংগঠিত থাকার জন্য আমি আহবান জানাচ্ছি।

তিনি গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে বুধবার সকালে অনুষ্ঠিত নবীন আনসার সদস্যদের ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ, শপথ গ্রহণ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি নবীন আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি অংশ গ্রহনকারীদের মধ্যে শপথ গ্রহণ ও তিনটি বিভাগে বিশেষ অবদানের জন্য ৬জন কৃতি রিক্রুট আনসার সদস্যকে ক্রেষ্ট প্রদান করেন।অনুষ্ঠানে এ বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ নূরুল আলম, উপ মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল কে এম ফেরদাউসুল শাহাবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ১৮ তম ব্যাচে ৪১২জন নারী ও পুরুষ নবীন ব্যাটালিয়ন আনসার সদস্য অংশ গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here