সন্ত্রাসের ধরন পাল্টাচ্ছে, আধুনিক হতে হবে বাহিনীকেও

0
0

19-07-16-PM_SSF Raising Day-10জঙ্গিবাদ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের ধরন পাল্টাচ্ছে। সে কারণে বাহিনীগুলোকে আধুনিক ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার ভিভিআইপি নিরাপত্তায় নিয়োজিত বাহিনী এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীরা এখন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে প্রযুক্তি ব্যবহার করছে। তাই প্রতিরোধেও আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পারদর্শী হতে হবে।’

তিনি বলেন, ‘ধর্মের দোহাই দিয়ে যারা মেধাবী তরুণদের উগ্র জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে তাদের মূলোৎপাটন করা হবে। কারা অর্থ দিচ্ছে, কারা ছেলেমেয়েদের মানসিক বিপর্যয় ঘটাচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, সেটা বের খুঁজে বের করা হবে।’

মানুষের উন্নয়নে যে কোনোও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের কল্যাণই আমার একমাত্র লক্ষ্য। আমার নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত নই। আমার ওপর বিভিন্ন সময়ে হামলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় রক্ষা পেয়েছি। কিন্তু চিন্তায় থাকি, যারা আমার নিরাপত্তার দায়িত্বে রয়েছে তাদের নিয়ে। আমার কারণে তাদের যেন কোনো ক্ষতি না হয়ে যায়।’

ছেলে-মেয়ের সঙ্গে বেশি সময় কাটানোর জন্য মা-বাবাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ছেলে-মেয়েদের কাছে টেনে নিন। তাদের সঙ্গে মন খুলে গল্প করুন। ছেলেমেয়েরাও যেন মা-বাবার সঙ্গে মন খুলে গল্প করতে পারে, পরিবারের মধ্যে সেরকম পরিবেশ সৃষ্টি করুন।’

তিনি বলেন, ‘প্রত্যেক মা-বাবার কর্তব্য হচ্ছে ছেলেমেয়েদের সময় দেয়া। খোঁজ-খবর রাখুন তারা কার সঙ্গে মেশে, কোথায় যায়। সন্তানেরা যেন ধর্মীয় শিক্ষা সঠিকভাবে পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কেননা, সব ধর্মই শান্তির কথা বলে।’

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাজের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here