রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন আরও ৪ জনের ছবি প্রকাশ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে র্যাব তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটা ভিডিও প্রকাশ করে। র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, গুলশান হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন চারজনকে নির্ণয় করা হয়েছে। এদের পরিচয় জানা থাকলে দ্রুত র্যাবের যে কোনো নিকটস্থ ব্যাটালিয়ন অথবা ক্যাম্পে অবহিত করুন। মোবাইল ফোন নম্বর: ০১৭৭৭৭২০০৫০। ১ জুলাই গুলশান ৭৯ রোডের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে ৫ জঙ্গিসহ ২৮ জনের মৃত্যু হয়। এর আগে ৫ জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছিল।