নন্দিত কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার পালিত হয়েছে। গাজীপুরে নুহাশ পল্লীতে প্রয়াত কথা শিল্পীর সমাধিতে সন্তান,দুই ভাই,তিন বোন ও ভক্তদের নিয়ে তাঁর স্ত্রী পুষ্পাঞ্জলি অর্পণ ও কবর জিয়ারত করেছেন। দিবসটি উপলক্ষ্যে বর্ষণমুখর এই দিনেও হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন প্রয়াত লেখকের ভক্ত ও অনুরাগীরা। ‘হিমু’রাও এদিন তাদের কর্মসূচি ও হিমু পরিবহন নিয়ে উপস্থিত হয়েছিল হুমায়ুনের সমাধিস্থলে। লেখকের কবর জিয়ারত করেন তার ছোট দুই ভাই অধ্যাপক জাফর ইকবাল, আহসান হাবীব এবং তাদের তিন বোন।
কবর জিয়ারত শেষে আহসান হাবীব সাংবাদিকদের বলেন, “হুমায়ূন আহমেদ স্মরণে নুহাশপল্লী ছাড়াও অন্যত্র পারিবারিকভাবে মিউজিয়াম করার ইচ্ছা আছে।”
এরপর প্রয়াত কথাশিল্পী হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার দুই ছেলে নিষাদ ও নিনিদকে নিয়ে স্বামীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার রাতেই গাজীপুরের নুহাশপল্লীতে আসেন। প্রিয় লেখকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃষ্টিকে উপেক্ষা করে ভক্তরা দূরদূরান্ত থেকে হুমায়ুন আহমেদের সমাধিস্থল গাজীপুরের নুহাশ পল্লীতে এসে সকাল থেকে জড়ো হতে থাকে। ভক্তরা এসময় তাদের প্রিয় কথাশিল্পী হুমায়ুন আহমেদের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের এক নজর দেখার জন্য ভিড় জমায়। দু’ছেলে ও স্বামীর ভক্তদের সঙ্গে নিয়ে শাওন প্রয়াত হুমায়ুন আহমেদের কবরে যান এবং কবর জিয়ারত করেন। এসময় নিষাদ ও নিনিদ বাবার করা বাগানের ফুল দিয়ে তাদের মায়ের সঙ্গে কবরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ নেত্রকোনার কেন্দুয়া গ্রামে ১৯৪৮সালের ১৩নবেম্বর জন্ম গ্রহণ করেন। জনপ্রিয় এই উপন্যাসিকের বিচরণ ছিল নাটক-চলচ্চিত্রেও। ১৯৭১সনে মুক্তিযুদ্ধর সময় পাকসেনারা তাকে হত্যার জন্য গুলি ছুড়লেও অলৌকিক ভাবে তিনি বেঁচে যান। ২০১১সালে তার অন্ত্রে ক্যান্সার ধরা পরলে পরের বছরের মাঝামাঝি সময় তার অন্ত্রে অস্ত্রোপচার করা হয়। কিন্তু পরবর্তীতে ইন্ফেকশন হয়ে ২০১২সালের ১৯জুলাই এ পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাকে পরপারে চলে যেতে হয়। হুমায়ূন আহমেদ নিজের প্রতিষ্ঠিত নুহাশ পল্লীতেই শেষ ঠাঁই নিয়েছেন।