এবার তুরস্কে ১০০ গোয়েন্দা কর্মকর্তা বরখাস্ত

0
0

এবার তুরস্কে ১০০ গোয়েন্দা কর্মকর্তা বরখাস্ত

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের বিষয়ে গোয়েন্দা বিভাগের ব্যর্থতার অভিযোগ এনে দেশটির ১০০ গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার তাদের বরখাস্ত করা হয়। বরখাস্ত ওই কর্মকর্তাদের সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা অভ্যুত্থানের পক্ষের বলে অভিযোগ করা হয়েছে।এর আগে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত সন্দেহে প্রায় ৮ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে দেশটি। এর পৃথক তালিকায় সেনা সদস্যরাও ছিলেন। এছাড়াও বরখাস্ত হয়েছেন তুরস্কের ২ হাজার ৭৪৫ জন বিচারকও।

এদিকে, তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সাবেক বিমান বাহিনীর কমান্ডার জেনারেল একিন ওজতার্ক।সোমবার দেশব্যাপী অভিযানে আটক শতাধিক জেনারেল ও অ্যাডমিরালদের সঙ্গে তিনিও আটক হন।পরে জিজ্ঞাসাবাদে তিনি অভ্যুত্থান পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি সংবাদ মাধ্যম।পত্রিকাটিতে ওই জেনারেলের কিছু ছবিও প্রকাশ করা হয়েছে, যেখানে তার মাথা ও শরীরের ঊর্ধ্বাংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।এরআগে অভ্যুত্থানের পরপরই এতে জড়িত থাকার কথা অস্বীকার করেন জেনারেল একিন ওজতার্ক। বরং তিনি এটা থামানোর চেষ্টা করেছেন বলে দাবি করেন।এদিকে, সোমবার তুর্কি কর্তৃপক্ষ অভ্যুত্থানে জড়িত সন্দেহে দেশটির ৮ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে। এছাড়া বিচার বিভাগের সদস্য ও সেনাবাহিনীর জেনারেলসহ আরো অন্তত ৬ হাজার জনকে আটক করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here