অবশেষে ইংল্যান্ডের ভিসা পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন এই ক্রিকেটার।ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং ৫০ ওভারের ম্যাচের টুর্নামেন্টের জন্য মোস্তাফিজকে দলে নিয়েছে ইংলিশ কাউন্টির দল সাসেক্স। আইপিএলের পর ইনজুরির কারণে ক্লাবটিতে যোগ দিতে পারেননি ২০ বছর বয়সী এই পেসার। সর্বশেষ গত ১৩ জুলাই ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল ফিজের। কিন্তু ভিসা রেপতে দেরী হওয়ায় সেটি সম্ভব হয়নি।
আগামী ২১ জুলাই মোস্তাফিজের দল সাসেক্সের ম্যাচ আছে। কিন্তু ২০ তারিখ পৌঁছানোর পর এই ম্যাচে কাটার মাস্টার মাঠে নামতে পারবেন কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা যায় না।