যমুনার দুর্গম চরে জঙ্গি আস্তানার সন্ধান

0
238

যমুনার দুর্গম চরে জঙ্গি আস্তানার সন্ধানবগুড়ার সায়িরাকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের যমুনা নদীর দুর্গম ট্যাংরাকুরা চরে একটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। তবে ওই আস্তানা থেকে কাউকে আটক করতে না পারলেও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, জিহাদি বই এবং ম্যাগজিন বহনের সেনাবাহিনী ব্যবহৃত জ্যাকেট উদ্ধার করেছে যৌথবাহিনী।

সোমবার (১৮ জুলাই) বিকেলে অভিযান শেষে সারিয়াকান্দির ট্যাংরা কুরা চরের শাহজালাল বাজার সংলগ্ন আশ্রয়ন কেন্দ্রে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহম্মেদ সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এতথ্য জানান। ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক বলেন, ঢাকার গুলশান এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারীরা এধরনের দুর্গম চরে প্রশিক্ষণ নিয়েছে। অভিযানে এধরনের আলামত পাওয়া গেছে।

উদ্ধার হওয়া ধারালো দেশি অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- তিনটি চাপাতি, তিনটি ছুরি, এক কয়েল ইলেকট্রিক তার, সেনাবাহিনীর ব্যবহৃত রাইফেলের ম্যাগজিন রাখার দুটি জ্যাকেট এবং ৯টি জেহাদি বই।এসময় বগুড়া জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here