জঙ্গি সংগঠন থেকে ফিরে এসে তথ্য দিলে ১০ লাখ টাকা পুরস্কার: র‌্যাব

0
188

র‌্যাব মহাপরিচালক

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন থেকে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে এবং জঙ্গিদের বিষয়ে তথ্য দিলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় জঙ্গিবিরোধী অভিযান শেষে সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন র‌্যাবের মহাপরিচালক। জঙ্গি প্রশিক্ষণকেন্দ্রের খোঁজে বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলে যৌথ অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার মধ্যরাত থেকে চলমান অভিযানে সোমবার দুপুর পর্যন্ত কোনো জঙ্গি বা প্রশিক্ষণকেন্দ্রের সন্ধান পাওয়া যায়নি বলে র‌্যাব ১২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম।

তিনি বলেন, সারিয়াকান্দি উপজেলার কাজলার চর ও ধুনট উপজেলার নিমগাছিতে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয় এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।এতে র‌্যাব, বিজিবি ও পুলিশের সাড়ে ৪০০ সদস্য একযোগে অংশ নিচ্ছেন।অভিযানের সময় জঙ্গিবাদীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য জনগণের সামনে সচেতনতামূলক বক্তব্যও তুলে ধরে আইনশৃঙ্খলা বাহিনী।

সরজমিনে গিয়ে দেখা যায়, নিমগাছি সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে র‌্যাব ও পুলিশ সদস্যরা হ্যান্ডমাইকে এলাকাবাসীর উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হচ্ছে।কাউকে সন্দেহজনক মনে হলে তথ্য দিতে বলা হচ্ছে। যারা তথ্য দেবেন তাদের পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতির পাশাপাশি তাদের পুরস্কারের ঘোষণাও দেওয়া হচ্ছে।লেফটেন্যান্ট কর্নেল মাহবুব বলেন, অভিযানে অনেক তথ্য পাওয়া গেছে, সে অনুযায়ী কাজ চলছে।সারিয়াকান্দির কাজলা চরে র‌্যাব ১২ ব্যাটেলিয়নের কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি শাহাবুদ্দিন ও ধুনটের নিমগাছিতে মেজর মোসাদ্দেক, র‌্যাব ৫ এর মেজর মঞ্জুর মোরশেদ, র‌্যাব ১৩ এর মেজর মাহমুদ, বগুড়ার অতিরিক্ত এসপি মিজানুর রহমান ও এএসপি গাজীউর রহমান অভিযানে রয়েছেন বলে জানান তিনি।জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাত ১১টা থেকে সোমবার বিকেল ৩টা পর্যন্ত ১৬ ঘণ্টার ওই অভিযানে নয়টি জিহাদি বই এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জঙ্গিবিরোধী ওই অভিযানে অংশ নেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের ৪৫০ জন সদস্য। গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চর কাজলা ও ধুনটের নিমগাছি ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযান শেষে বিকেল চারটায় কাজলার টেংরাকুড়ায় শাহজালাল বাজার আশ্রয়ণ প্রকল্পের মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) মতো নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন থেকে কেউ ফিরে আসতে চাইলে ও পাশাপাশি জঙ্গিদের বিষয়ে তথ্য দিলে ফিরে আসা ব্যক্তিকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে ফিরে আসা ব্যক্তিকে সামাজিকভাবে পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেওয়া হবে। আর জঙ্গি আস্তানা বা জঙ্গিদের বিষয়ে যে কেউ তথ্য দিলে তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে। বেনজীর আহমেদ বলেন, শোলাকিয়া হামলায় জড়িত শফিউলকে সারিয়াকান্দিতে জঙ্গি আস্তানায় প্রশিক্ষণ দিতে আনা হয়। শফিউলকে বোটে করে দুর্গম চর কাজলার জামথৌল ঘাট হয়ে টেংরাকুড়া এলাকায় নেওয়া হয় এবং প্রশিক্ষণ দিয়ে শোলাকিয়ায় হামলার জন্য পাঠানো হয়। র‌্যাবের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নয়টি জিহাদি বই, তিনটি চাপাতি, তিনটি ছুরি এবং একটি তারের কুন্ডলী পাওয়া যায়। এতে বোঝা যায়, এটি জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহৃত হতো। অভিযানের খবর পেয়ে তারা আস্তানা গুটিয়ে চলে গেছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-১২-এর কমান্ডার মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বোঝা যাচ্ছে এখানে জঙ্গি আস্তানা ছিল। তাই অভিযান শেষ হয়েছে বলা যাবে না। অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here