গাজীপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি

0
0

Gazipur-(1)- 18 July 2016-Court (Death Sentence)-1

গাজীপুরে বড় ভাই হত্যার দায়ে ছোট ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে দন্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং অন্য একটি ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক সোমবার এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম রায়হান উদ্দিন (২৫)। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গেরবান এলাকার মাওলানা ইউসুফ আলীর ছেলে।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভেকেট হারিজ উদ্দিন আহমেদ জানান, কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গেরবান এলাকার মাওলানা ইউসুফ আলীর দুই ছেলে বোরহান উদ্দিন ও তার বড় ভাই জহিরুল ইসলামের মধ্যে পারিবারিক কারণে বিরোধ ছিল। এর জের ধরে গত ২০১৩ সালের ১২ এপ্রিল দুপুর দুইটার দিকে বোরহান উদ্দিন তাদের বাড়ির গোয়াল ঘরে বড় ভাই জহিরুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে জহিরুলকে অজ্ঞান অবস্থায় টেনে হেঁচড়ে বাড়ির কাঁচা টয়লেটের ম্যানহোলে ফেলে ঢাকনা লাগিয়ে দেয়। জহিরুলের স্ত্রী ফাহিমা আক্তার তার মামা শ^শুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে ওই টয়লেটের কাছে রায়হানকে দেখতে পান। এসময় তিনি তার স্বামী জহিরুলকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে গোয়ালঘরে রক্ত ও সেখান থেকে টয়লেট পর্যন্ত টেনে-হেঁচেড়ে নেয়ার এবং রক্তের দাগ দেখতে পেয়ে ডাক চিৎকার করতে থাকেন। এসময় বোরহান পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে টয়লেটের ম্যানহোল খুলে জহিরুলকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহিমা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম তদন্ত শেষে আসামি বোরহান উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। ১০জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে ওই হত্যা মামলায় আসামি রায়হান উদ্দিন দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আসামিকে ওই রায় প্রদান করেন। এসময় আসামী আদালতে উপস্থিত ছিল।

রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভেকেট হারিজ উদ্দিন আহমেদ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ সুলতান উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here