ওয়ারেন্টভুক্ত আসামি হস্তান্তর করবে ঢাকা-দিল্লি

0
0

18-07-16-PM_Cabinet-5বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন প্রস্তাবনায় বলা হয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামিদের হস্তান্তর করতে পারবে দুই দেশ। সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিদ্যমান আইনটির সংশোধন প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের ওয়ারেন্টভুক্ত কোনো আসামি দু’দেশে অবস্থান করলে তাদের হস্তান্তর করা যাবে।’ ‘আগে এসব আসামিদের বিনিময় করার জন্য তথ্য-প্রমাণ দিতে হতো। তবে এখন আসামিদের নামে পরোয়ানা থাকলেই বিনিময় করা যাবে’, বলেন তিনি। ২০১৩ সালে ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here