জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের যুগিদিয়া গ্রামের শ্রী শ্রী কালি মন্দিরের পুরোহিত শিব প্রসাদ ও মন্দিরের সেবায়েত লিটনকে গলা কেটে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে জঙ্গিরা। এ ঘটনায় রোববার সকালে তারা বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত মন্দিরে এসে একটি চিঠি রেখে যায়। শনিবার সকালে মন্দিরের গেইটের ভেতরে চিঠিটি পান। পরে খুলে দেখে তাতে লেখা রয়েছে ‘আশীর্বাদ ঠাকুর লিটন ও কালিবাড়ীর সেবায়েত দুই জনকে জবাই করে হত্যা করা হবে।’ পরে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চিঠিটি উদ্ধার করে নিয়ে আসে। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।