বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর প্রতিষ্ঠান রাইজিং স্টিল মিল লিমিটেডের নামে নেয়া ৩২৫ কোটি ৭৫ টাকার ঋণ আত্মসাতে সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক (জিএম) ও এবি ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বদরুল হক খান।
রোববার সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের একটি টিম। বিষয়টি দৈনিকবার্তাকে নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ পরিচালক আব্দুল আজিজ। এর আগে শনিবার গভীররাতে ডবলমুরিং থানায় বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রী-ভাইসহ ছয় জনের বিরুদ্ধে এবি ব্যাংকের ৩২৫ কোটি ৭৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মানিক লাল দাশ বাদী হয়ে নগরীর ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন- আসলাম চৌধুরী, তার স্ত্রী রাইজিং স্টিল মিল লিমিটেড’র চেয়ারম্যান জামিলা নাজনিন মাওলা, ছোট ভাই রাইজিং স্টিল মিল লিমিটেড’র এমডি আমজাদ হোসেন চৌধুরী, রাইজিং স্টিল মিল লিমিটেড’র পরিচালক মো.জসিম উদ্দিন, এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান। এদের মধ্যে পরিচালক জসিম উদ্দিনকে রাতেই গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে দুদক।
মামলার এজাহারে বাদি অভিযোগ করেছেন, আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে নিজেরা আর্থিকভাবে লাভবান হয়ে অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে এবি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে রাইজিং স্টিল মিল লিমিটেডের নামে তিনটি লোনের বিপরীতে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।