কক্সবাজারে গ্রাহকের রক্ষিত এফডিআরের ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আল আরাফা ইসলামি ব্যাংক স্টেশন রোড শাখার ব্যবস্থাপক শওকত ইসলামকে গ্রেপ্তার করেছে দুদক। রোববার দুপুরে স্টেশন রোড শাখা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানার দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া। এর আগে গতকাল শনিবার তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা করে দুদক।
আব্দুল আজিজ ভূঁইয়া জানান, শওকত ইসলাম আল আরাফা ব্যাংক কক্সবাজার শাখায় দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বদিউল আলম নামে একজন গ্রাহকের ৭ লাখ টাকা এবং তাঁর স্ত্রীর ৪ লাখ টাকার এফডিআরের টাকা আত্মসাৎ করেন। অভিযোগটির প্রাথমিক তদন্তে সত্যতা নিশ্চিত হওয়ার পর শনিবার কক্সবাজার সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯, ৪২০ ও ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারের পর শওকত ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।