আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও যশোরে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী রেজা রাজু আর নেই( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন জটিল কিডনি রোগে ভুগছিলেন আলী রেজা রাজু। কয়েকদিন ধরে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
প্রয়াত আলী রেজা রাজু ১৯৪৫ সালে যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। মরহুম রাজু স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৯৬ সালের নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিএনপির তরিকুল ইসলাম এবং জাতীয় পার্টির খালেদুর রহমান টিটোকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন এই বর্ষিয়ান নেতা।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও যশোরে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী রেজা রাজুর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৫ জুলাই) বিকেলে পৃথক শোক বার্তায় তারা এ শোক জানান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পৃথক শোক বার্তায় শোক জানানো হয়েছে।