মাইজদীতে ইমামের গলাকাটা মৃতদেহ উদ্ধার

0
355

মাইজদীতে ইমামের গলাকাটা মৃতদেহ উদ্ধার

নোয়াখালী জেলা শহর মাইজদীর কৃষ্ণারামপুর জামে মসজিদের ইমাম জহির উদ্দিন প্রকাশ জহির হুজুরের (৫৫) এর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কৃষ্ণারামপুরের তার নিজ বাড়ীতে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত জহির উদ্দিন ওই গ্রামের অহিদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহির হুজুর দীর্ঘ দিন ধরে কৃষ্ণরামপুর জামে মসজিদের ইমামতি করে আসছিলেন। তিনি ওই মসজিদের পাশের একটি বাড়ীতে বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় রাতে তিনি তার নিজ কক্ষে ছিলেন। পরে ওই কক্ষ থেকে জহির হুজুরের ছটপটানোর শব্দ শুনতে পেয়ে পরিবারের লোকজন গিয়ে তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

নিহতের বড় মেয়ে সুমাইয়া ও শ্যালক মো. হাছান জানান, জহির হুজুর কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতা ও মানসিক ভারসম্যহীতায় ভুগছেন। তার কোন শত্রু নেই তিনি নিজই আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছেন।নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, পরিবারের সদস্যদের ভাষ্যমতে ও প্রাথমিক আলামতে এটি আত্মহত্যা বলেই ধারনা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here