ফ্রান্সে ভয়াবহ হামলা, জনতার ওপর সন্ত্রাসীরা উঠিয়ে দিল ট্রাক, নিহত ৯০

0
251

বাস্তিল দিবস হিসেবে পালিত হয়

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বৃহস্পতিবার জনতার ওপর দ্রুতগতির ট্রাক-হামলায় ৯০ জন নিহত হয়েছেন। জাতীয় দিবসের অনুষ্ঠান চলাকালে এক আততায়ী ট্রাক নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে যায় বলে খবর। ট্রাকে পিষ্ট হয়ে কমপক্ষে ৯০ জনের মৃত্যু। আহতের সংখ্যা ১২০। ট্রাকটিতে অস্ত্রবোঝাই ছিল বলে খবর। চাকায় গুলি করে ট্রাকটিকে থামানোর পর পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় আততায়ীরও। বছর ৩১-এর ট্রাকচালক ফরাসি-তিউনিশিয় নাগরিক বলে জানা গেছে।হামলার পিছনে আরও এক আততায়ী থাকতে পারে বলে আশঙ্কা। তার খোঁজে চলছে তল্লাশি। সরকারি সূত্রে খবর, বাস্তিল দিবস উপলক্ষ্যে আতসবাজির প্রদর্শনীর পর এই হামলার ঘটনা ঘটে। সমুদ্রের ধারের রাস্তা দিয়ে ভিড়ের মধ্যে তীব্র গতিতে একটি ট্রাক ঢুকে পড়ে।

এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন, বহু মানুষ ট্রাকে ধাক্কা খেয়ে লুটিয়ে পড়েন। আতঙ্কিত পথচারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। মানুষের আর্ত চিত্কার-ছুটোছুটিতে ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। ট্রাকটিকে ভিড়ের মধ্যে প্রায় ২ কিলোমিটার চালিয়ে নিয়ে যায় আততায়ী। রাস্তায় এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পিষ্ট মানুষের দেহ। নিসের সরকারি আধিকারিকরা এই ঘটনা হামলা বলেই জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, আট মাস আগে আইএস জঙ্গিরা প্যারিসে গভীর রাতে হামলা চালিয়েছিল আইএস জঙ্গিরা। সেই নারকীয় হামলায় ১৩০ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর ফের রক্তাক্ত হল ফ্রান্স। উল্লেখ্য, ১৪ জুলাই ফ্রান্সে ন্যাশনাল ডে, বাস্তিল দিবস হিসেবে পালিত হয়। সামরিক কুচকাওয়াজের মধ্যেই এই দিবসের সূচনা হয়। প্যারিসে আইফেল টাওয়ার সহ ফ্রান্সের অন্যান্য শহরে আতসবাজির রোশনাইয়ের মাধ্যমে উত্সবের সমাপ্তি হয়। কিন্তু এবার নীসে ভয়াবহ হামলার ঘটনায় সারা ফ্রান্স জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পর ফ্রান্সজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here