ফ্রান্সের নিসে হামলাকারীর নাম প্রকাশ

0
246

Mohamed Lahouaiej-Bouhlel,ফ্রান্সের নিসে ট্রাক দিয়ে জনতার ওপর হামলাকারী ব্যক্তির নাম ‘লাউয়েজ বুলেল’ বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম শুক্রবার (১৫ জুলাই) এ খবর দিয়েছে। সংবাদমাধ্যম জানায়, আত্মঘাতী হামলাকারী বুলেল তিউনিসীয় বংশোদ্ভূত ফরাসি। সে ফ্রান্স ও তিউনিসিয়ার দ্বৈত নাগরিক ছিল। বয়স ছিল ৩১ বছর। নিস শহরেই বসবাস করতো বুলেল।

গোয়েন্দা সংস্থাগুলোর অপরাধীর তালিকায় তার নাম না থাকলেও পুলিশের খাতায় বুলেলের নাম ছিলো চোর এবং সহিংসতাকারী হিসেবে। সংবাদমাধ্যম আরও জানায়, হামলার ঘটনার কয়েকঘণ্টা আগে ‍পুলিশের সঙ্গে কথা হয় তার। সেসময় বুলেল একটি রাস্তায় প্রায় নয় ঘণ্টা আক্রমণের লরি দাঁড় করিয়ে রাখে। পুলিশ এ নিয়ে তাকে জেরা করলে সে জানায়, আইসক্রিম ডেলিভার দিতে ঘটনাস্থলে এসেছিলো সে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here