ফ্রান্সে বাস্তিল দিবসে নিসে ট্রাক হামলার পর মধ্যপ্রাচ্যে আইএস জঙ্গির বিরুদ্ধে লড়াইয়ের জন্যে ফ্রান্সের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট ফ্রাসো ওঁলাদ মধ্যপ্রাচ্যে আইএস জঙ্গিদের বিরুদ্ধে এ লড়াইয়ের নির্দেশ দিয়েছেন। নিস শহরে ওই হামলার পর ওঁলাদ আইএস জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরক্ষা আরো জোরদার করার জন্যে ১০ হাজার রিজার্ভ সৈন্যকে প্রয়োজনে তলব করা হবে বলে জানান। তিনি বলেন, ফ্রান্সের বিমানবাহী যুদ্ধ জাহাজ চার্লস ডি গলে মধ্যপ্রাচ্যে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করতে শীঘ্রই রওনা দেবে।
ওঁলাদ বলেন, সীমান্তে কড়া প্রহরা ছাড়াও সিরিয়া ও ইরাকে আই এস জঙ্গিদের বিরুদ্ধে শক্তিশালী সামরিক অভিযান চালাবে তার দেশ। ফ্রান্স আবারো ট্রাজেডি হামলার শিকার হয়েছে। ফ্রান্সের চোখে এখন অশ্রু। কিন্তু ফ্রান্সে আঘাত হানা হলেও তার দেশ শক্তিশালী। এবং ফ্রান্স শক্তিশালী থাকবে। যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে ফ্রান্স সর্বদা শক্তিশালী পাল্টা আঘাত হানবে। আঘাতের জবাব দেয়ার জন্যেই ফ্রান্সের যুদ্ধ জাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। বাস্তিল দিবসে আয়োজিত সামরিক কুচকাওয়াজে প্রেসিডেন্ট ওঁলাদ এ বক্তব্য রাখেন। এর আগে সিরিয়া অভিমুখে রাশিয়ার যুদ্ধ জাহাজ রওনা দিয়েছে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে। এখন ফ্রান্সের যুদ্ধ জাহাজ একই যুদ্ধে যোগ দেবে।