১৮টি ভয়ঙ্কর অস্ত্র এখনও জঙ্গিদের হাতে

0
222

একটি ইংলিশ মিডিয়াম স্কুলে হয়েছে জঙ্গি প্রশিক্ষণজঙ্গিদের হাতে এখনও কমপক্ষে ১৮টি ভয়ঙ্কর অস্ত্র রয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র। এসব অস্ত্র ব্যবহার করে আগামীতে বাংলাদেশে আরও হামলা চালানোর পরিকল্পনাও রয়েছে তাদের। গত বছরের ৫ অক্টোবর জেএমবির বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সামরিক কমান্ডার ফারদিন ওরফে পিয়াসের খোঁজে নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় বাবুল আক্তারের নেতৃত্বে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ হ্যান্ড গ্রেনেড ও বিস্ফোরকসহ পাঁচজনকে আটক করা হয়। অভিযান চলাকালে নিজের ছোড়া গ্রেনেড বিস্ফোরণে একজন মারা যায়।

এরপর ২৬ ডিসেম্বর জেলার হাটহাজারী থানাধীন চট্টগ্রাম সিটি করপোরেশনের এক নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আমানবাজারে একটি বাড়িতে জেএমবির সামরিক কমাণ্ডার ফারদিন ওরফে পিয়াস আস্তানা গড়ে তুলেছে এমন তথ্যের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত একটানা অভিযান চালায়।

অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর ১৪টি পোশাক, নেমপ্লেট, বেইজ র‌্যাংক, জেএমবি’র কাজের ছক সংক্রান্ত সাংগঠনিক মানচিত্র, ডায়েরিতে সাংকেতিক বিভিন্ন নির্দেশনা ও সংকেত, কর্মকাণ্ডের বিবরণ,দাওয়াতি ও জিহাদি বিভিন্ন বইপত্র, পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থীর বইপত্র, খাতা উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশের সদস্যরা।

সূত্র জানায়, সে সময়ই জানা যায় জঙ্গিদের হাতে দু’ডজনের বেশি ভয়ঙ্কর অস্ত্র এসেছে। এর মধ্যে একটি চট্টগ্রামের জঙ্গি আস্তানা এবং অন্য দুটি রাজধানীর কমলাপুর স্টেশন থেকে উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে থেকে জব্দ করা জঙ্গিদের তিনটি অস্ত্র- একে-২২ মেশিন গান (বডি নম্বর- ২৭৩৫১৪), সোভিয়েত ইউনিয়নের (রাশিয়া) তৈরি একে-২২ মেশিনগান (বডি নম্বর- ২২৩৫৪) এবং চীনের তৈরি একে-২২ মেশিনগানের (বডি নম্বর- ১০২৫৭৩) সঙ্গে কমলাপুর ও চট্টগ্রাম থেকে উদ্ধার করা অস্ত্রের মিল পাওয়া গেছে এবং একই চক্র এসব কাজ করছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সে হিসাবে কমপক্ষে আরও ১৮টি অস্ত্র এখনও জঙ্গিদের হাতে আছে। ২০১৪ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেসের দুই যাত্রীকে দু’টি একে-২২ মেশিনগান ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ আটক করে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here