প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়ে অলিম্পিকে সিদ্দিকুর

0
0

প্রথম বাংলাদেশি হিসেবে অলিম্পিকে সিদ্দিকুরপ্রথম বাংলাদেশি হিসেবে অলিম্পিকে খেলার জন্য মনোনীত হয়েছেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। তবে, সিদ্দিকুরের এই অলিম্পিক যাত্রা ওয়াইল্ড কার্ড বা বিশেষ বিবেচনায় নয় একেবারে ফুল কার্ড নিয়ে সরাসরি। সোমবার (১১ জুলাই) রাতে অলিম্পিকে যাবার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্দিকুর রহমান নিজেই।

এসময় অলিম্পিকে যেতে পারার অনুভূতি ব্যক্ত করে সিদ্দিকুর বলেন, ‘খুবই ভালো লাগছে। কেননা এই প্রথম বাংলাদেশ থেকে আমি ফুল কার্ড পেয়ে অলিম্পিকে যাচ্ছি। এটা অবশ্যই আনন্দের বিষয়। ফুল কার্ড পেয়ে অলিম্পিকে যাওয়া এটা অবশ্যই ভাগ্যের ব্যাপার।’ অলিম্পিকে অংশ নেতে সিদ্দিকুরের জন্য শর্ত ছিল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বিশ্ব র‌্যাংকিংয়ে ৬০ এর মধ্যে নিজের অবস্থান ধরে রাখা। সেটা সিদ্দিকুর বেশ সফলতার সঙ্গেই পেরেছেন। কেননা বর্তমানে তার র‌্যাংকিং ৫৬।

অলিম্পিকে দেশের জন্য কেমন ফলাফল বয়ে আনতে পারবেন বলে আশা করছেন? এমন প্রশ্নের জবাবে সিদ্দিকুর জানলেন, ‘চাইলেই আমি সবকিছু করতে পারব না। আমি আমার কৌশল অনুযায়ী খেলবো। আমার কোচের পরামর্শকে গুরত্ব দেব। তবে, ফলাফল যা হবে সেটা মেনে নেব। আমার চেষ্টার ত্রুটি হবে না। আমি যদি খেলাটা উপভোগ করত পারি, তাহলে দেশকে ভালো একটি ফলাফল এনে দিতে পারবো আশা করি।’

সব কিছু ঠিক থাকলে আসছে ২ আগস্ট অলিম্পিকে অংশ নিতে ব্রাজিলের উদ্দেশে উড়াল দেবেন লাল-সবুজের গলফার সিদ্দিকুর রহমান। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ৫ আগস্ট থেকে শুরু হওয়া গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত অলিম্পিক চলবে ২১ আগস্ট পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here