দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পরাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশওয়াল দুই দিনের সফরে আজ সকালে ঢাকা পৌঁছেছেন। সফরকালে বিশওয়াল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সূত্র জানায়, তিনি জঙ্গি ও সহিংস চরমপন্থা দমনে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রদানের প্রস্তাব দেবেন। বিশওয়াল দূতাবাস কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং অন্যান্য কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন। দু’দিনের সফরশেষে নিশা দেশাই কলম্বো যাবেন। সেখানে তিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি গণতান্ত্রিক শাসন নিয়ে আলোচনা করবেন। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর সাউথ এশিয়া মানপ্রিত সিং আনন্দ দুই দেশে নিশা দেশাই’র সফরসঙ্গী হিসাবে রয়েছেন।