নারায়ণগঞ্জে লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি কর্মস্থলে যোগদান করেছেন

0
0

নারায়ণগঞ্জে লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি কর্মস্থলে যোগদান করেছেন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যান্দি এলাকার পিয়ার লতিফ সাত্তার উচ্চ বিদ্যালয়ের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত দীর্ঘ প্রায় দুই মাস পর শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে আজ তার কর্মস্থলে যোগদান করেছেন। সকাল নয়টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ প্রহরায় পূর্বের কর্মস্থলে স্বপদে ফিরে এসে শ্যামল কান্তি ভক্ত এক প্রতিক্রিয়ায় বলেন, অশুভ শক্তির পরাজয় হয়ে সত্যের শুভ জয় হয়েছে।

অন্যদিকে তার যোগদানের মধ্য দিয়ে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। চলতি বছরের ১৩ মে ধর্মীয় অবমামনার অপবাদ দিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যান্দি এলাকার পিয়ার লতিফ সাত্তার উচ্চ বিদ্যালয়ের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে জনসম্মূখে লাঞ্ছিত করেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। ঘটনার পরদিন বিদ্যালয় পরিচালনা পরিষদ তাকে সাময়িক বরখাস্ত করে। লাঞ্ছিত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ মে সেই বহি:স্কারাদেশ গ্রহণ করেন। ঘটনার পর দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হলে প্রতিবাদের ঝড় উঠে। সরকারের উচ্চ পর্যায়ে সাংসদ সেলিম ওসমানের কর্মকান্ডের সমালোচনাসহ নিন্দা জানানো হয়।

পাশাপাশি বিভিন্ন মহল থেকে সংসদ সদস্য পদ থেকে বহি:স্কারসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। শিক্ষা মন্ত্রনালয় বিষয়টি তদন্ত করে পরবর্তীতে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে পূণ:র্বহালের নির্দেশ দেয়। আজ রবিবার শ্যামল কান্তি ভক্ত তার কর্মস্থলে যোগদানের পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন পর প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ফিরে পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করে।

শ্যামল কান্তি ভক্ত বিদ্যালয়ে পুনরায় যোগদানের পর তার সহকর্মী শিক্ষকবৃন্দ তাকে সাদরে গ্রহণ করে আনন্দ প্রকাশ করেছেন। বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিসৈয়দ মো: বোরহানুল ইসলাম আনন্দ প্রকাশ করে শ্যামল কান্তি ভক্তকে সব ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেন।এদিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দীর্ঘ দুই মাস পর বিদ্যালয়ে পূর্বের কর্মস্থলে যোগদানের পর এক প্রতিক্রিয়ায় শ্যামল কান্তি ভক্ত জানান, তিনি স্বাভাবিক নিয়মে কাজ করে যেতে আগ্রহী। তিনি মনে করেন তার কর্মস্থলে ফিরে আসা সত্যের জয় হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে যোগদানের কথা জানিয়ে তিনি বলেন, বিদ্যালয়ের স্বার্থে আগের মতোই তিনি তার দায়িত্ব পালন করবেন।লাঞ্ছিত ঘটনার সময় উপস্থিত উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বিদ্যালয়ে শ্যামল কান্তি ভক্তের যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here